ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেরপুরে উন্নয়নের লিফলেট বিতরণ

প্রকাশিত: ০৪:২২, ২২ অক্টোবর ২০১৮

শেরপুরে উন্নয়নের  লিফলেট  বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ অক্টোবর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক দশকের উন্নয়নের লিফলেট বিতরণসহ শহর থেকে গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। তিনি রবিবার দুপুরে শহরের কলেজ গেট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, একটি বাড়ি একটি খামার, সমুদ্র বিজয়, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা, শিক্ষা সহায়তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, নারীর ক্ষমতায়নসহ বিশেষ উদ্যোগ ও মেগা প্রকল্পের উন্নয়নের সার-সংক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। উন্নয়নের লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান আশা প্রকাশ করে বলেন, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে মনোনয়ন না দেয়ার ঘোষণায় পরিবর্তনের পক্ষে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু দলীয় মনোনয়ন পেলে বাঁধভাঙ্গা জোয়ার সৃষ্টি হবে। ওই সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও যাতায়াতকারী সাধারণ মানুষের মাঝে উন্নয়নের ওই লিফলেট বিতরণ করেন। ওই সময় উৎসুক জনতা হাত নেড়ে তাদের সমর্থন জানান।
×