ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌকায় ভোট না দিলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে ॥ এমপি মাহবুব

প্রকাশিত: ০৪:২২, ২২ অক্টোবর ২০১৮

নৌকায় ভোট না দিলে দেশ অন্ধকারে নিমজ্জিত  হবে ॥ এমপি মাহবুব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ অক্টোবর ॥ কলাপাড়ায় সাগরপাড়ের মুসল্লিয়াবাদ গ্রামের ১৯৪ বাড়ি আলোকিত হলো বিদ্যুতের আলোয়। রবিবার শেষ বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম (ভারপ্রাপ্ত) এমএ সাঈদ, মুসল্লিয়াবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মু. আব্দুস সোবাহান, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক প্রভাষক ইউসুফ আলী প্রমুখ। এ সময় আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আকন, আব্দুল জলির আকন, যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি মাহবুব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা গ্রামীণ জনপদের বাড়িতে বাড়িতে নতুন বিদ্যুতের সংযোগ দিয়ে আলোকিত জনপদে পরিণত করছি। আর দ-িত তারেক জিয়া খাম্বা বিক্রি করে বিদ্যুত না দিয়ে দেশের সম্পদ লুটপাট করে দেশকে অন্ধকারে পরিণত করেছে। এখন লোডশেডিং কী তা কারও মনে নেই। তাই আগামী নির্বাচনে দেশের এই উন্নয়নধারা ধরে রাখতে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। নইলে আবার দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। পল্লী বিদ্যুত সূত্রে জানা গেছে, মুসল্লিয়াবাদ গ্রামে ১৯৪ গ্রাহককে নতুন বিদ্যুত সংযোগ দেয়ার জন্য ৮৯ লাখ টাকা ব্যয় সাড়ে পাঁচ কিলোমিটার নতুন লাইন স্থাপন করতে হয়েছে। দশটি ট্রান্সফরমার স্থাপন করতে হয়েছে। নতুন বিদ্যুত সংযোগ স্থাপনকে কেন্দ্র করে ওই এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এমপি ও বলেন দেশ স্বাধীনের প্রায় ৫০ বছর পরে স্বাধীনতার নেতৃত্বদানকারী দলই আপনাদের বিদ্যুতের আলো এনে দিল। একই সময় ওই এলাকায় দুটি বহুতল আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×