ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ৬ আসনে ভোটার সাড়ে ১৯ লাখ

প্রকাশিত: ০৪:২২, ২২ অক্টোবর ২০১৮

রাজশাহীর ৬ আসনে ভোটার সাড়ে  ১৯ লাখ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের মতো প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশনও। এরই মধ্যে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস জেলা ও উপজেলা পর্যায়ের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে। সেইসঙ্গে প্রকাশ করেছে আসনভিত্তিক খসড়া ভোট কেন্দ্র ও ভোট কক্ষের সংখ্যা। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৪২ হাজার ২৩৯ জন। যার মধ্যে ৭ হাজার বেশি নারী ভোটার। রাজশাহী ৬টি আসনে এবার মোট পুরুষ ভোটার ৯ লাখ ৬৭ হাজার ৮৩১ ও মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৮০৮। বরাবরের মতো এবারও থাকবে নারী ও পুরুষ ভোটারদের জন্য পৃথক ভোট কক্ষ। রাজশাহীর ৬টি আসনের মধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ভোটারের সংখ্যা সবচাইতে বেশি, আর রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটারের সংখ্যা সবচাইতে কম।
×