ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাসভবন থেকে পড়ে ম্যাকাওয়ে চীনের শীর্ষ প্রতিনিধির মৃত্যু

প্রকাশিত: ০৪:২৬, ২২ অক্টোবর ২০১৮

বাসভবন থেকে পড়ে ম্যাকাওয়ে চীনের  শীর্ষ প্রতিনিধির মৃত্যু

ম্যাকাওয়ে চীনের শীর্ষ প্রতিনিধি ঝেং জিয়াওসং মারা গেছেন বলে জানিযেছে বেজিং। যে ভবনটিতে তিনি বাস করতেন শনিবার রাতে সে ভবন থেকে পড়ে ঝেংয়ের মৃত্যু হয় বলে রবিবার জানিয়েছে চীন সরকার। খবর ইয়াহু নিউজ। ম্যাকাওয়ের লিয়াজোঁ দফতরের এ প্রধান ‘হতাশায় ভুগছিলেন’ বলে এক বিবৃতিতে জানিয়েছে চীনের স্টেট কাউন্সিলের হংকং ও ম্যাকাও দফতর। ঝেংয়ের মৃত্যুতে সমবেদনা জানাতে বেজিংয়ের সরকারী প্রতিনিধিরা ম্যাকাও পৌঁছেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। তবে কোন পরিস্থিতিতে তার তার মৃত্যু হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির এ সদস্যকে গত বছরের সেপ্টেম্বরে ম্যাকাওয়ের শীর্ষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ৫৯ বছর বয়সী ঝেংয়ের আগে দক্ষিণপূর্ব উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের ভাইস গবর্নর ছিলেন। হংকংয়ের মতো ম্যাকাও অঞ্চলটিও চীনের ‘এক দেশ, দুই নীতি’তে পরিচালিত হয়। জনগণের ভোটে নির্বাচিত প্রধান নির্বাহী অঞ্চলটির মূল শাসনকর্তা হলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে তাকে বেজিংয়ের অনুমোদন পেতে হয়। চীনের লিয়াজোঁ দফতর বেজিং ও ম্যাকাওয়ের স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধন করে। ঝেং এ দফতরের দায়িত্বে ছিলেন। ম্যাকাওয়ের প্রধান নির্বাহী ফার্নান্দো চুই এক বিবৃতিতে ঝেং এর মৃত্যুতে ‘স্তম্ভিত’ হওয়ার কথা জানিয়ে সমবেদনা প্রকাশ করেছেন। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ম্যাকাওয়ে চীনের শীর্ষ প্রতিনিধির মৃত্যুতে ‘গভীর শোক’ জানিয়ে বিবৃতি দিয়েছেন। মৃত্যুর আগের দিনও ঝেং একটি ‘থিঙ্ক ট্যাঙ্কের’ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বলে তার দফতরের ওয়েসবাইটে দেখা গেছে। ওই বৈঠকে সিপিসির এ কেন্দ্রীয় কমিটির নেতা ম্যাকাওয়ের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে ‘এক দেশ, দুই নীতি’ ও স্থানীয় সরকারকে সহায়তা করার ওপর জোর দিতে বলেছিলেন বলে খবর।
×