ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মইনুল হোসেন ও জাফরুল্লাহর ৫ মাসের আগাম জামিন

প্রকাশিত: ০৫:০৮, ২২ অক্টোবর ২০১৮

 মইনুল হোসেন ও জাফরুল্লাহর ৫ মাসের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ও জামালপুরের মানহানির দুই মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ৫ মাসের আগাম জামিন দিয়েছে আদালত। এদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপীল করবে বলে জানা গেছে। অন্যদিকে আশুলিয়ায় জমি দখল, ভাংচুর ও চাঁদাবাজির দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশ অভিযোগপত্র না দেয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হলো। বিচারপতি আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মইনুলের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আদালতের আদেশের পর এ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে জামালপুর ও ঢাকায় দুটি মামলা হয়েছে। এ দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত ৫ মাসের আগাম জামিন মঞ্জুর করেন। তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের একটা টকশোতে তিনি একটি মন্তব্য করেছিলেন। সেই কারণে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ বলেন, জামিন আবেদনের বিরোধিতা সত্তে¡ও আদালত তাকে (মইনুল হোসেন) জামিন দিয়েছেন। আমরা হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপীল করব। ডাঃ জাফরুল্লাহর আগাম জামিন ॥ আশুলিয়া থানায় চাঁদাবাজি ও জমি দখলের পৃথক দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। পুলিশ অভিযোগপত্র না দেয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হলো। বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রবিবার এ আদেশ প্রদান করেছেন। এর আগে গত ১৮ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে জামিন আবেদন করা হয়। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন জামিন আবেদনের ওপর শুনানি করেন। ডাঃ জাফরুল্লাহর বিরুদ্ধে আরেকটি মামলা ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, চাঁদাবাজির ২ মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেতে না পেতেই আবার জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে একই অভিযোগে আশুলিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা হলো। রবিবার সন্ধ্যায় আশুলিয়া থানায় এ মামলাটি করেন সৈয়দ সেলিম আহমেদ।
×