ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না ॥ রিজভী

প্রকাশিত: ০৫:১০, ২২ অক্টোবর ২০১৮

 খালেদা জিয়াকে  সুচিকিৎসা দেয়া হচ্ছে না ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যে ছুটি নিয়েছেন তা রহস্যজনক। রিজভী বলেন, সরকারের চিকিৎসা ব্যবস্থায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে সুচিকিৎসা পাবেন না সে আশঙ্কাটি আমরা আগেই করেছিলাম। বিএসএমএমইউতে তাকে শুধু ফিজিওথেরাপি দেয়া হয়, সেটিও পর্যাপ্ত নয়। তার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদেরও অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ছিল। বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, আমি আবারও খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তার পছন্দের চিকিৎসক এবং হাসপাতালের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখন আমাদের প্রধান দায়িত্ব খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। তার মুক্তি ছাড়া প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করবে। এখন আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তি। এ জন্য আন্দোলন করতে সবাইকে প্রস্তুতি নিতে হবে। রিজভী বলেন, বেআইনীভাবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর। আমরা আগেই বলেছি, বিবাদীর অনুপস্থিতিতে মামলার রায় নির্ধারণ পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সরকার প্রধানের নির্দেশেই সম্পূর্ণ প্রতিহিংসামূলক এ রায়ের দিন ধার্য করা হয়েছে। সে জন্যই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের ওপর চাপ সৃষ্টি করে রায়ের দিন ধার্য করে নিয়েছেন। আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে কি না তা দেখার জন্য দেশবাসী প্রহর গুনছে। রাজধানীতে রিজভীর কালো পতাকা মিছিল ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার সকাল সাড়ে ৭টায় কল্যাণপুর-শ্যামলী মহাসড়কে দলীয় ক’জন কর্মীকে নিয়ে মাত্র কয়েক মিনিট কালোপতাকা মিছিল করেন তিনি। তবে গ্রেফতারের ভয়ে পুলিশ আসার আগেই দ্রুত সটকে পড়েন। মিছিল থেকে স্লোগান দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিলের দাবি করা হয়।
×