ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ অনুমতি দিতে নারাজ

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সম্পূর্ণ অনিশ্চিত

প্রকাশিত: ০৫:১০, ২২ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সম্পূর্ণ অনিশ্চিত

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠান সম্পূর্ণ অনিশ্চিত। আগামী ২৭ অক্টোবর লালদীঘি ময়দানে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠানের অনুমতি চেয়ে সিএমপি কমিশনার বরাবরে আবেদন করা হয়েছে রবিবার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কমিশনার জানান, আবেদন পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতি চিন্তা-ভাবনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেয়া হবে। এদিকে, দায়িত্বশীল কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় পুলিশ প্রশাসন ঐক্যফ্রন্টকে সমাবেশ অনুষ্ঠান করার পক্ষে অনুমতি দিতে নারাজ। ফলে ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমাবেশ অনুষ্ঠান সম্পূর্ণ অনিশ্চিত। ঐক্যফ্রন্টে সাংগঠনিক জেলাভিত্তিক তৎপরতায় বিএনপি নেতাদের কার্যক্রম দৃশ্যমান। কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় কমিটি হলেও অন্যান্য স্থানে অনুরূপ কমিটি এখনও ঘোষণা হয়নি। এরপরও চট্টগ্রামে নগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ঐক্যফ্রন্টের তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট। কিন্তু রবিবার চট্টগ্রাম আদালতে কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর হয়ে কারাগারে প্রেরণের নির্দেশনার পর আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে ডাঃ শাহাদাত হোসেনসহ দেড় শ’ জনকে আসামি করে কোতোয়ালি পুলিশ মামলা দায়ের করেছে। মামলাটি পুলিশের ওপর হামলা নিয়ে। এ অবস্থায় ডাঃ শাহাদাত হোসেন ইতোমধ্যেই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন। ফলে ঐক্যফ্রন্টের চট্টগ্রামের কার্যক্রম সমন্বয়ে কে বা কারা এগিয়ে আসবেন এবং লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি পাওয়া না গেলে পরবর্তীতে কি করণীয় হবে তা সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় রয়েছে। অপরদিকে, নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সামগ্রিক তৎপরতা নিয়ে জনমনে নানা বিভ্রান্তি জট বেঁধেছে। দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ধোঁয়াশাচ্ছন্ন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক কি হতে যাচ্ছে, নির্বাচন হবে কি হবে না, হলে কিভাবে হবে, অন্যতম বিরোধীদল বিএনপির ভূমিকা কি হবে এসব নিয়ে জনমনে জল্পনাকল্পনার অন্ত নেই। বিএনপি যেহেতু জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে, সেক্ষেত্রে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য নেতারা ঠিক কি কর্মসূচী নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তাও পরিষ্কার নয়। তবে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন জোট বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে বদ্ধপরিকর। এরপরও জনমনে নানা জল্পনাকল্পনা ও গুজবের ডালপালা নিয়মিত বিস্তৃতি লাভ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নানা শঙ্কাও দানা বাঁধছে। বিএনপি বরাবরই সরকারের প্রতিটি উদ্যোগের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। পক্ষান্তরে, সরকারী দল আওয়ামী লীগ নেতারা নির্বাচনী প্রচারে মাঠ কাঁপাচ্ছেন। এছাড়া কোন দলই এ পর্যন্ত সংসদীয় আসনগুলোতে সুনির্দিষ্টভাবে কাকে মনোনয়ন দিচ্ছে সেটি নিয়েও অনিশ্চিত অবস্থানে রয়েছেন খোদ আগ্রহী প্রার্থীরা। দলগতভাবে বা জোটগতভাবে যেভাবেই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কোন আসনে কে মনোনয়ন পাচ্ছেন তা পরিষ্কার হতে আরও সময় নেবে বলে ধারণা করা হচ্ছে।
×