ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফটোগ্রাফার বটে!

প্রকাশিত: ০৫:১১, ২২ অক্টোবর ২০১৮

 ফটোগ্রাফার বটে!

দশ বছর বয়সেই আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের পুরস্কার লুফে নিল ভারতের আর্শদীপ সিং। বন্যপ্রাণীর ফটোগ্রাফি নিয়ে ব্রিটেনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম প্রতিযোগিতা ২০১৮ ইভেন্টে তাকে এ বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া তার ফটোগ্রাফিটির নাম ‘পাইপ আওলস’। ছবিটিতে দেখা যায় একটি পাইপের মধ্যে দুটি পেঁচা উঁকি মেরে আছে। পুরস্কারে জুনিয়রদের তিনটি ক্যাটাগরি ছিল। ১০ বছর এবং তার নিচে, ১১ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৭ বছর। আর্শদীপ পুরস্কার পেয়েছে ১০ বছর ক্যাটাগরিতে। আর্শদীপ সিং ফটোগ্রাফির কাজ শুরু করে ৬ বছর বয়সে। সে প্রায়ই তার পিতা রণদীপ সিংয়ের সঙ্গে ছবি তুলতে যেত। তার পিতাও একজন খ্যাতিমান ফটোগ্রাফার। আর্শদীপের তোলা ছবিতে দেখা যাচ্ছে, দুটি পেঁচা একটি পাইপের ভেতর থেকে উঁকি মেরে আছে। -ওয়েবসাইট অবলম্বনে।
×