ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামিন নামঞ্জুর, আমীর খসরু জেলে

প্রকাশিত: ০৫:৩২, ২২ অক্টোবর ২০১৮

 জামিন নামঞ্জুর, আমীর খসরু জেলে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপি নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত মামলা সংক্রান্ত শুনানি শেষে এ আদেশ দেয়। মহানগর পিপি মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজুর পর তিনি গত ৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন মঞ্জুরের আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করেন এবং এ সময় পর্যন্ত তার নেয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে বলেও আদেশ দেন। রবিবার এ সংক্রান্ত মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে হাজির হন। তার পক্ষে নিয়োজিত আইনজীবীরা জামিনের পক্ষে শুনানিতে অংশ নেন। সরকার পক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি চলাচলে আদালতে কিছুটা উত্তাপও সৃষ্টি হয়। এ সময় আদালত অঙ্গনে বিএনপি নেতাকর্মী ও খসরু অনুসারীদের সমাগম ছিল। শুনানি শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশের পর কারাগারের ভ্যানযোগে তাগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এবং আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশের খবরের পর পরই আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হাঙ্গামায় জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলে পড়ে। এ ঘটনা চলাকালে কয়েক পুলিশ আহত হয়েছে, তবে কেউ গুরুতর নন। কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনা নিয়ে ঘটনাস্থল থেকে ৭ বিএনপি-জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। নগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেনসহ দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার উস্কানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে এই বিএনপি নেতার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। মামলাটি করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমীর খসরুর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে তিনি যে বক্তব্য রাখেন তা রষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেই মামলার বাদী তার আর্জিতে উল্লেখ করেন। এ সংক্রান্ত মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে বিএনপি নেতা আমীর খসরুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের চিন্তা ভাবনা চলছে। এদিকে আমীর খসরুকে নিয়ে মামলা দায়ের ও কারাগারে পাঠানোর নির্দেশের প্রেক্ষিতে মহানগর বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। দলের নাসিমন ভবনস্থ কার্যালয় প্রাঙ্গণেও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
×