ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বন্ধু

ফাদার রিগন মংলায় সমাহিত

প্রকাশিত: ০৫:৩৪, ২২ অক্টোবর ২০১৮

 ফাদার রিগন মংলায়  সমাহিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ও নিজস্ব সংবাদদাতা, মংলা ॥ ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রাপ্ত ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী ইতালির খ্রিস্ট ধর্মযাজক ফাদার মারিনো রিগনকে বাগেরহাটের মংলায় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে। রবিবার সকালে ঢাকা থেকে একটি হেলিকপ্টারে করে তার দেহাবশেষ মংলা উপজেলা কমপ্লেক্স চত্বরে নেয়া হলে সেখানে সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় ফাদার রিগনকে। এ সময়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, ফ্রান্সিস সুদান হালদার, শেলাবুনিয়া ধর্মপলির পালক পুরোহিত শেরাফিন সরকারসহ অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরের পরে তার দেহাবশেষ নিয়ে যাওয়া হয় মংলা উপজেলার শেলাবুনিয়ায় অবস্থিত ক্যাথলিক চার্জ মিশনে। ফাদার রিগনের শেষ ইচ্ছানুযায়ী সেখানেই তাকে সমাহিত করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার পাশাপাশি এদেশের মানুষের কল্যাণে নিবেদিত এই মহান ব্যক্তি ২০১৭ সালের ২০ অক্টোবর ইতালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ সরকার ফাদার রিগনের শেষ ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে তার দেহাবশেষ বাংলাদেশের মাটিতে তারই স্থাপিত শেলাবুনিয়া চার্চের পাশে সমাহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
×