ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিউবো-চসিক চুক্তি বর্জ্য থেকে ২৫ মেও বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৩৭, ২২ অক্টোবর ২০১৮

     বিউবো-চসিক চুক্তি বর্জ্য থেকে ২৫ মেও  বিদ্যুত উৎপাদনের  পরিকল্পনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্জ্য থেকে বিদ্যুত কেন্দ্র উৎপাদনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সঙ্গে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন (বিউবো) কর্তৃপক্ষের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি হয়েছে। রবিবার সিটি কর্পোরেশন কনফারেন্স হলে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। চসিকের পক্ষে চুক্তিপত্রে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা এবং বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড সদস্য প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পে উৎপাদিত বিদ্যুত ক্রয় করবে বিউবো। কর্পোরেশন বিনামূল্যে তাদের জায়গা দেবে। অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দীর আহমেদ, সচিব মোঃ আবুল হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী এবং বিউবোর চট্টগ্রামের প্রধান প্রকৌশলী (বিতরণ দক্ষিণাঞ্চল) প্রবীর কুমার সেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুল আলম, প্রকৌশলী রেজাউল করিম ও সহকারী প্রধান প্রকৌশলী ইমাম হোসেন উপস্থিত ছিলেন।
×