ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে পুলিশের ধাওয়ায় বিএনপির মিছিল পন্ড, আটক ৪

প্রকাশিত: ০৫:৩৯, ২২ অক্টোবর ২০১৮

রাজশাহীতে পুলিশের  ধাওয়ায় বিএনপির  মিছিল পন্ড, আটক ৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের ধাওয়ায় বিএনপির কালো পতাকা মিছিল পন্ড হয়ে গেছে। এ সময় পুলিশ চারজনকে আটক করে। রবিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার স্যান্ডেল পট্টি এলাকায় মিছিলে বাধা দিলেও পরে তাদের ভুবন মোহন পার্কে সমাবেশ করার সুযোগ দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির নেতাকর্মীরা গণকপাড়া মোড়ে জড়ো হয়ে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভুবন মোহন পার্কের দিকে যাওয়ার সময় স্যান্ডেল পট্টি এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিএনপির চার নেতাকর্মীকে আটক করে। তবে কালো পতাকা মিছিলের কর্মসূচী হলেও মিছিলে কোন ব্যানার বা কালো পতাকা ছিল না। পরে বিএনপির নেতাকর্মীরা ভুবন মোহন পার্কে জড়ো হয়ে সমাবেশ করে। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল সমাবেশে বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে নগর ভবনে আসছিল। এ সময় বিনা কারণে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে তাদের তাড়িয়ে দিয়েছে। পুলিশ চারজন নেতাকর্মীদের আটক করেছে। আটককৃতদের দ্রুত ছেড়ে দেয়ার দাবি জানান বুলবুল। নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ভুবন মোহন পার্কে সমাবেশ করার অনুমতি নিয়েছে বিএনপি। কিন্তু মেইন সড়কে বিক্ষোভ মিছিল বের করে তারা পুরো সাহেববাজার এলাকায় যানজটের সৃষ্টি করে। এ কারণে তাদের মিছিলে বাধা দিয়ে ভুবন মোহন পার্কে ঢুকিয়ে দেয়া হয়। এ সময় পুলিশের ওপর চড়াও হওয়ায় চারজনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয় বলে জানান ওসি।
×