ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একে একে মারা গেল এক পরিবারের ৬ সদস্য

প্রকাশিত: ০৫:৪০, ২২ অক্টোবর ২০১৮

 গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একে একে মারা গেল এক পরিবারের ৬ সদস্য

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ একে একে একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কিশোর সাগরের (১২) মৃত্যু হয়। বার্ন ইউনিটে আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল জানান, সাগরের শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে সাগরের মা পূর্ণিমা (৩৫) মারা যান। একই ঘটনায় তার নানি সুফিয়ারও (৫০) মৃত্যু হয়। নিহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়। উত্তরখানের হেলাল মার্কেটের পাশে ব্যাপারীপাড়া এলাকায় ১১০/এ নম্বর তৃতীয় তলার বাড়ির নিচতলায় তিনটি পরিবার সেখানে সাবলেট থাকেন। নিহতের তিনটি পরিবার একে অপরের আত্মীয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ১৩ অক্টোবর ভোর চারটার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় ওই বাড়ির নিচতলায় ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে ওই ফ্ল্যাটে থাকা একই পরিবারের ৮জন দগ্ধ হয়।
×