ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যার নতুন ব্যাখ্যা সৌদি কর্মকর্তার

প্রকাশিত: ০৮:০২, ২২ অক্টোবর ২০১৮

খাশোগি হত্যার নতুন ব্যাখ্যা সৌদি কর্মকর্তার

জনকণ্ঠ ডেস্ক ॥ অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ড সৌদি বয়ান যখন প্রায় সারাবিশ্বের কাছে প্রত্যাখ্যাত, ঠিক সেই সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তা এ নিয়ে নতুন ব্যাখ্যা হাজির করেছেন। রয়টার্সের কাছে খাশোগি নিহত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে সরকারের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে খাশোগিকে অপহরণের পরিকল্পনা ছিল সৌদি গোয়েন্দাদের। তবে চিৎকার থামাতে তারা খাশোগির মুখ চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু ঘটে। ওই কর্মকর্তার দাবি, কোন সুনির্দিষ্ট নির্দেশনা নয়, একটি স্থায়ী আদেশ অনুসরণ করেই খাশোগিকে দেশে ফেরানোর চেষ্টা করছিলেন গোয়েন্দারা। তবে সীমা লঙ্ঘন করে তারা আকস্মিকভাবে খাশোগিকে হত্যা করে। ওই কর্মকর্তা এমন সময়ে এই নতুন ব্যাখ্যা হাজির করলেন, যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এ ঘটনার সম্ভাব্য নির্দেশদাতা যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ জোরালো হয়েছে। খবর ইয়াহু নিউজের। ট্রাম্পের জামাতাও জড়িত ॥ দ্য টেক্সাস ট্রিবিউন জানায়, জামাল খাশোগি হত্যাকান্ড প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারও জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের পররাষ্ট্র ও গোয়েন্দা বিষয়ক কমিটির সদস্য জোয়াকুইন ক্যাস্ট্রো। শুক্রবার সকালে সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে এমন ইঙ্গিত দেন এই মার্কিন আইনপ্রণেতা। স্যান এ্যান্টোনিও থেকে নির্বাচিত প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ক্যাস্ট্রো বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাকে সঙ্গে নিয়ে জ্যারেড কুশনার সৌদি ক্রাউন প্রিন্সকে (মোহাম্মদ বিন সালমান) একটি হিটলিস্ট দিয়েছিলেন। এই হিটলিস্টের ভিত্তিতে প্রিন্স যাদের বিরুদ্ধে এ্যাকশন নেন, তাদেরই একজন খাশোগি। বিস্তারিত কিছু না বলে তিনি দাবি করেন, আমি দেখেছি এবং তদন্ত হওয়া উচিত। এক বিবৃতিতে তিনি বলেন, খাশোগি হত্যা পরিকল্পনায় কুশনারকে অভিযুক্ত করার কোন ইচ্ছাই আমার নেই, কিন্তু বিষয়টি পরিষ্কার হওয়া উচিত
×