ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১৯

প্রকাশিত: ১৭:৫৪, ২২ অক্টোবর ২০১৮

পাকিস্তানে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১৯

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। স্থানীয় সময় রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রদেশের দেরা গাজি খান জেলার মুলতান সড়কে দুর্ঘটনাটি ঘটে। সংবাদ মাধ্যম জানায়, সংঘর্ষের সময় বাস দু’টির ছিলো বেপরোয়া গতি। এতে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বাস কেটে তাদের মরদেহ বের করা হয়েছে। তবে দুর্ঘটনাটি মারাত্মক হওয়ায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চালকের অমনোযোগিতাকে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে পুলিশ। কর্তৃপক্ষের দেওয়া এক তথ্যে জানা যায়, পাকিস্তানে প্রতিবছর অন্তত নয় হাজার সড়ক দুর্ঘটনায় সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়।
×