ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করে ফেলতে পারি ॥ মাহাথির

প্রকাশিত: ১৭:৫৯, ২২ অক্টোবর ২০১৮

পদত্যাগ করে ফেলতে পারি ॥ মাহাথির

অনলাইন ডেস্ক ॥ পদত্যাগ করতে প্রস্তুত আছেন জানিয়ে মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একটি বিব্রতকর পরিস্থিতিতে আক্ষেপ করে বলেছেন, এটা নয় যে, আমি প্রধানমন্ত্রী থাকতে চাই। অবসরে গিয়েছিলাম। দেশের মানুষই আবার ক্ষমতায় এনেছে। এ কারণেই এসেছি। এখন যদি দেশের মানুষ আমাকে চায় না, তাহলে আমি পদত্যাগ করে ফেলতে পারি এবং সেটা আজই। পদত্যাগ আমার জন্য কোনো সমস্যা নয়। রবিবার দেশটির ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ঘিরে কয়েকজন চালকের বিরূপ মন্তব্যে কষ্ট পেয়ে মাহাথির মোহাম্মদ পদত্যাগের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাহাথির বলেছিলেন, আমি সমাজের সবার সুবিধার জন্য সবচেয়ে ভালো কিছু করতে চাই। আর তখনই অনুষ্ঠানে থাকা প্রায় ২০০ ট্যাক্সি চালকের মধ্যে কয়েকজন তাকে নিয়ে বিরূপ মন্তব্য করে হাউস থেকে বেরিয়ে যান। এরপর অনুষ্ঠানের পরিস্থিতি উত্তেজনায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শান্ত পরিবেশের সৃষ্টি হলে মাহাথির বিষয়টিতে আক্ষেপ করে পদত্যাগের কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেন। পরে ড. মাহাথির বলেন, আমি সব ট্যাক্সি চালকদের সাহায্য করার চেষ্টা করছি। যদি মনে করেন আমি সাহায্য করতে পারবো না, তবে আপনারা ভেবে দেখেন সমাধান কি আছে। আমি সাহায্য করতে প্রস্তুত। যদি আপনারা আমাকে সেটা করতে সাহায্য করেন, তবেই আমি পারবো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মালয়েশিয়ায় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান গ্র্যাব ঘিরে ট্যাক্সি চালকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। এর অংশ হিসেবে কয়েকজন চালক অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে একরকম অনাস্থা দিয়েই হাউস থেকে বেরিয়ে যান। পরে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।
×