ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে মহাসড়কে ‘ছিনতাইয়ের চেষ্টার’ সময় আটক ৮

প্রকাশিত: ১৮:০৯, ২২ অক্টোবর ২০১৮

সাভারে মহাসড়কে ‘ছিনতাইয়ের চেষ্টার’ সময় আটক ৮

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার সাভারের আশুলিয়ায় মহাসড়কে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার সময় আটজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ার মরাগাঙ্গ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার এসআই নাহিদ হাসান জানান। আটকরা হলেন- সোলায়মন হোসেন, বাবুল হোসেন, আরমান, আবদুল হালিম উদ্দিন, মো. সোহান, মো. আলম, মো. রুবেল ও মজিবর । এসআই নাহিদ বলেন, এই চক্রটি মহাসড়কের পাশে তুরাগ নদীতে মাছ ধরার ভান করে বসে থাকে। পরে সুযোগ বুঝে পথচারী বা চলন্ত মোটর সাইকেলের চাকার ভেতর বাঁশ ঢুকিয়ে ফেলে দেয়।পরে তাদের কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যায়। “রবিবার রাতে এই চক্রটি একই কায়দায় মরাগাঙ্গ এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল ফেলে দিয়ে এর দুই আরোহীকে মারধর করে। পরে মোটরসাইকেল এবং তাদের সঙ্গে থাকা টাকা ও মূল্যমান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।” খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চক্রের আট সদস্যকে আটক করে এবং আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে এসআই জানান ।
×