ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৪৫, ২২ অক্টোবর ২০১৮

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময় করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ রাশিয়ার বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নেভাডা রাজ্যে এলকো শহরে মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা সমাবেশ শেষে এ কথা জানান ট্রাম্প৷ তবে রাশিয়া চুক্তির কী কী শর্ত ভঙ্গ করেছে তার বিস্তারিত বলেননি তিনি৷ ট্রাম্প বলেন, ‘(রাশিয়া) বহু বছর ধরে করছে৷ আমি বুঝতে পারছি না, প্রেসিডেন্ট ওবামা কেন এ বিষয়ে আওয়াজ তোলেননি বা চুক্তি থেকে সরে আসেননি৷ আমরা তাদের চুক্তির শর্ত এভাবে ভঙ্গ করে যেতে দিতে পারি না৷ তাই চুক্তি থেকে সরে এসে আমরাও পরমাণু অস্ত্র তৈরি করব৷’ খবর ডয়চে ভেলের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যতক্ষণ পর্যন্ত রাশিয়া ও চীন আমাদের কাছে আসে এবং বলে যে, আসুন সুবুদ্ধির পরিচয় দিই এবং কেউই আমরা পরমাণু অস্ত্র তৈরি না করি। আমরা আমাদের অস্ত্র বানিয়ে যাব৷ রাশিয়াও বানিয়ে যাবে, চীনও বানিয়ে যাবে আর আমরা চুক্তি মেনে যাব, তা তো হয় না।’ ১৯৮৭ সালে ঠান্ডা যুদ্ধের সময় চীন ও রাশিয়া এই ঐতিহাসিক চুক্তি করে৷ চুক্তিতে সই করেন দুই দেশের দুই নেতা রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ৷ চুক্তি অনুযায়ী, দুই দেশের কেউই স্থল থেকে পরিচালিত ৫শ' থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার (৩০০ থেকে ৩,৪০০ মাইল) দূরত্বে আঘাত হানতে পারে এমন ক্রুজ মিসাইল ব্যবহার, তৈরি ও পরীক্ষা না করার বিষয়ে একমত হয়৷ চুক্তির পর দুই দেশ মিলিয়ে কমপক্ষে ২ হাজার ৬শ’ মিসাইল নষ্ট করে৷ এদিকে, ওয়াশিংটনের এমন মন্তব্যের জবাব দিয়েছে মস্কো৷ তারা বলছে, যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের একমাত্র সুপারপাওয়ার হিসেবে দেখতে চায় বলেই চুক্তি থেকে সরে আসতে চাচ্ছে৷ মস্কো থেকে পরিচালিত রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্টিতে প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ‘এককেন্দ্রিক বিশ্ব গড়ার স্বপ্নই এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে৷ এই স্বপ্ন সত্যি হবে? না৷’ পরে রাশিয়ান সেনেটর আলেক্সেই পুশকভ টুইট করে এই সিদ্ধান্তকে ‘বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার ওপর দ্বিতীয় বড় আঘাত’ বলে উল্লেখ করেন৷
×