ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ

প্রকাশিত: ২১:৪৯, ২২ অক্টোবর ২০১৮

শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ

অনলাইন রিপোর্টার ॥ নির্বাচিত হওয়ার আড়াই মাস পর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের শপথ নিলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার কার্যালয়ে বরিশালের নতুন মেয়রকে শপথ পড়ান। একই অনুষ্ঠানে এ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান। গত ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ ৮৭ হাজারের বেশি ভোটে বিএনপির মজিবর রহমান সরওয়ারকে পরাজিত করেন। বিএনপি এবার প্রার্থী বদলে সাবেক মেয়র সরওয়ারকে ফিরিয়ে আনে; অন্য দিকে হিরনের মৃত্যুতে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আনে ৪৩ বছর বয়সী সাদিক আবদুল্লাহকে, যিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। পরিবারিকভাবে রাজনীতিতে সম্পৃক্ত সাদিকের জন্য এটাই ছিল প্রথম ভোটের লড়াই। তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহ দীর্ঘদিন ধরে বরিশালের আগৈলঝারা-গৌরনদী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন, তিনি সংসদের প্রধান হুইপও ছিলেন এক সময়।
×