ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শরণখোলায় অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মিভূত

প্রকাশিত: ২২:১১, ২২ অক্টোবর ২০১৮

শরণখোলায় অগ্নিকান্ডে ১২ দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্টান ভস্মিভূত হয়েছে। সোমবার সকালে এ অগ্নিকান্ডে অনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ওই ১২ দোকান ভস্মিভুত হয়। অগ্নিকান্ডে নাছির মোল্লার হোটেল, বাবুল সিকদারের লন্ড্রী, মোবারেক ব্যাপারীর লেপ-তোষকের দোকেন, আঃ হাকিমের হার্ডওয়ার, পান্না খানের ওয়ার্কশপ, কমলেশের সেলুন, বাবুল বড়ালের পর্যটক পরিবহন কাউন্টার, জাহাঙ্গীর হোসেনের মুরগীর দোকান, শ্যামল কর্মকার ও খলিলুর রহমানের মুদি, সুজনের গ্যারেজ,ও আসাদ মিয়ার তেলের দোকান পুড়ে যায়। এতে অন্তত:এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। শরণখোলা ফায়ার স্টেশনের ইনচার্জ জলিল সিকদার জানান, বৈদ্যুতিক শর্ট-সাকিট থেকে অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত প্রয়োজনীয় সব কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে চিন্তাভবনা করা হচ্ছে।
×