ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পল্লীবিদ্যুতের খুটির চাপায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০০:০৫, ২২ অক্টোবর ২০১৮

পল্লীবিদ্যুতের খুটির চাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরে পল্লীবিদ্যুতের খুটির চাপায় সাহেবজান (৬০) নামের এক পথচারির মৃত্যু হয়েছে। ঠেলাগাড়ি থেকে বিদ্যুতের খুটি নামানোর সময় চাপা পড়েন ওই পথচারি। সোমবার দুপুরে উপজেলার মুন্ডুমালায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। নিহত সাহেবজান উপজেলার চিমনা গ্রামের মৃত লিটু সরদারের ছেলে। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলাম জানান, সোমবার দুপুরে স্থানীয় হাটে পায়ে হেটে আসছিলেন সাহেবজান। এ সময় পল্লী বিদ্যুতের নতুন পোল রাস্তার পাশে নামাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। নামানোর সময় সেখানে চাপা পড়েন সাহেবজান। পরে স্থানীয়রা পোলের নিচ থেকে তাকে উদ্ধার করলেও তার আগেই ঘটনাস্থলে সাহেবজানের মুত্যু হয়। এ ঘটনার পরেই শ্রমিকরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে সাহেবজানের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলাম।
×