ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশাল ডিআইজি অফিসের ভুয়া সিভিল অফিসার গ্রেফতার

প্রকাশিত: ০০:০৭, ২২ অক্টোবর ২০১৮

বরিশাল ডিআইজি অফিসের ভুয়া সিভিল অফিসার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বরিশাল ডিআইজি অফিসে কর্মরত পরিচয় দেয়া ভুয়া সিভিল অফিসার রাসেল খন্দকার। জব্দ করা হয়েছে ভুয়া পুলিশের পরিচয়পত্র। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই ভুয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার বিকেলে পয়সারহাট এলাকায় প্রস্তাবিত আমেনা খাতুন কারিগরি মহিলা কলেজের সামনের আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চেকিংয়ের সময় থানার এসআই জামাল হোসেন একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। এসময় মোটরসাইকেল আরোহী পূর্ব পয়সা গ্রামের সেলিম খন্দকারের পুত্র রাসেল খন্দকার (২৩) নিজেকে বরিশাল বিভাগীয় ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সদস্য বলে কর্তব্যরত এসআই জামাল হোসেনকে নিজের পরিচয় দেয়। কোন পদে তিনি কর্মরত আছেন এসআই জানতে চাইলে রাসেল নিজেকে ডিআইজি অফিসের সিভিল অফিসার হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে তার পরিচয়পত্র দেখাতে বললে, রাসেল বাংলাদেশ পুলিশের মনোগ্রাম সম্বলিত নিজের পরিচয়পত্র পুলিশকে দেখায়। ওই পরিচয়পত্রে লেখা রয়েছে মোঃ রাসেল খন্দকার, অফিস সহায়ক (ওএস), আইডি নং-০৫১৯, নীচে উপ-মহাপুলিশ পরিদর্শকের নামের স্বাক্ষর রয়েছে। পরিচয়পত্রের অপর পাতায় রাসেলের ব্যাক্তিগত পরিচয় ও জন্ম তারিখ উল্লেখ রয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জামাল হোসেনের ওই পরিচয়পত্র দেখে সন্দেহ হলে তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর ওইদিন রাতেই পুলিশ বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে রাসেল একজন ভুয়া পুলিশ সদস্য বলে থানা পুলিশ নিশ্চিত হয়েছেন। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশের পরিচয়পত্র সংগ্রহের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে। এই ঘটনায় থানার এসআই জামাল হোসেন বাদী হয়ে রাসেলকে অভিযুক্ত করে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন।
×