ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে প্রার্থী হওয়া বা রাষ্ট্রীয় পদ পাওয়ার ইচ্ছা আমার নেই : কামাল হোসেন

প্রকাশিত: ০২:০০, ২২ অক্টোবর ২০১৮

নির্বাচনে প্রার্থী হওয়া বা রাষ্ট্রীয় পদ পাওয়ার  ইচ্ছা আমার নেই :  কামাল হোসেন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘জামায়াতে ইসলামী বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য কোনও বিশেষ নেতার প্রতি সমর্থন হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগকে দেখার সুযোগ নেই। সোমবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি দেয়া হয়েছে। আমরা সেই দাবিগুলোর প্রতি সংকল্পবদ্ধ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই লক্ষ্যগুলো অর্জনে কাজ করে যাওয়া ছাড়া অন্য কোনও বিষয়ে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত দলগুলোর মধ্যে কোনও সংশ্লিষ্টতা নেই। কামাল হোসেন বলেন, ‘যারা ক্রমাগতভাবে আমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ করে চলছেন, তাদের আমি এ বিষয়ে স্পষ্ট করে দিতে চাই যে নির্বাচনে প্রার্থী হওয়া বা কোনও রাষ্ট্রীয় পদ পাওয়ার কোনও ইচ্ছা আমার নেই। একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাবো।
×