ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীর দাদা গার্মেন্টসে মাসিক বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভ

প্রকাশিত: ০২:১৮, ২২ অক্টোবর ২০১৮

টঙ্গীর দাদা গার্মেন্টসে মাসিক বেতন পরিশোধের দাবীতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ টঙ্গীর বিসিক এলাকার দাদা গার্মেন্টসে মাসিক বেতন-ভাতা পরিশোধের দাবীতে সোমবার দিনভর শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ সমাবেশ করেছে। কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত দিনে বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। গার্মেন্টস কর্তৃপক্ষের দাবী অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে বেতন ভাতা পরিশোধ করতে না পারায় নির্ধারিত সময় রদবদল করতে হচ্ছে। এ পরিস্থিতিতে কারখানার দুই হাজার শ্রমিকের মাঝে চরম অসন্তোষ ও শঙ্কা নেমে এসেছে। ঘটনাস্থল থেকে জানা গেছে, সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবরের ৭ তারিখে পরিশোধ করার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষের অর্থ সঙ্কটের কারণে ৩ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক কোরিয়ান নাগরিক মুসাইলি স্বাক্ষরিত এক পত্রে ২২ অক্টোবর বেতন ভাতা পরিশোধের নোটিশ জারী করে। এ দিকে নির্ধারিত দিনে বেতন ভাতা পরিশোধ করার প্রতিশ্রুতির এক দিন আগে ২১ অক্টোবর কারখানার মহাব্যবস্থাপক কোরিয়ান নাগরিক এ এইচ জে ইউন ২৯ অক্টোবর ৫০% বেতন ভাতা পরিশোধের আরো একটি নোটিশ জারী করে। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে এবং কাজকর্ম রেখে রাস্তায় চলে আসার চেষ্টা করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করে কারখানার ভেতরেই বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। অপরদিকে থানা ও শিল্প পুলিশ কারখানার গেটের বাইরে সর্তক অবস্থান নেয়। আন্দোলনরত কারখানার কয়েকজন শ্রমিক জনকন্ঠকে জানান, বিশাল এ কারখানাটি নিয়মিত বেতন ভাতা পরিশোধ করে আসলেও গত দু’তিন মাস ধরে নিয়মিত বেতন ভাতা পরিশোধে গরিমসি করে আসছে। অপরদিকে কারখানা কর্তৃপক্ষের বলছেন, অর্থনৈতিক সঙ্কটের কারণে নিয়মিত বেতন ভাতা পরিশোধে তাদের এ অবস্থা দেখা দিয়েছে। শ্রীঘ্রই এ অচলাবস্থা কেটে যাবে বলে কারখানা কর্তৃপক্ষ জনকন্ঠকে নিশ্চিত করেছেন। টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জনকন্ঠকে জানান, বিক্ষোভ সমাবেশ কারখানার ভেতরেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। কারখানা ম্যানেজার জাকির হোসেন জানান, আগামী ২৯ অক্টোবর, সেপ্টেম্বর মাসের পুরো বেতন ভাতা পরিশোধ এবং অক্টোবর মাসের বেতন ৭ নভেম্বর দিয়ে দেয়ার প্রতিশ্রুতিতে কারখানার শ্রমিকরা বিকেলে তাদের আন্দোলন স্থগিত করেন।
×