ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় ফের যুবক নিহত

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ অক্টোবর ২০১৮

যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় ফের যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দু’জন নিহত হয়েছে। এ সময় এক যুবক আহত হয়। এদিকে খিলক্ষেতে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হৃদরোগে আক্রান্ত মাকে চিকিৎসকের কাছে নেয়া পথে রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে সেলিম মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় জুয়েল হাওলাদার (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়। নিহত সেলিমের বাবার নাম ফজল হক। গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরের আলেপুর বাড়ি। তিনি রাজধানীর ডেমরায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিম মিয়া ও জুয়েল। এ সময় ট্রান্স সিলভা পরিবহনের দুই বেপরোয়া বাসের মাঝে চাপা পড়ে তারা গুরুতর আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মিয়ার মৃত্যু হয়। নিহতের মা মনোয়ারা বেগম জানান, গ্রামের বাড়ি মাদারীপুর থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছিলেন। যাত্রাবাড়ী মোড়ে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুটি বাস ছেলে সেলিমকে চাপা দেয়। এ সময় জুয়েল নামে এক যুবক আহত হন। আরেক প্রত্যক্ষদর্শী কাওসার জানান, আহত জুয়েল তুরাগ পরিবহনের বাসচালক। যাত্রাবাড়ী মোড়ে বাস রেখে পান খাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয় বাসটি। যাত্রাবাড়ীর থানার পরিদর্শক (অপারেশন) বলেন, দুর্ঘটনার পর ট্রান্সসিলভা পরিবহনের দুটি বাস জব্দ করা হয়েছে। চালকের আসনে বসা শাহীন গাজী (৩২) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি বাসের হেলপার। তার ড্রাইভিং লাইসেন্স নেই। ট্রানসিলভা নামে দুটি বাস যাত্রাবাড়ী থেকে মিরপুর-১ নম্বর রুটে চলাচল করে। এদিকে রবিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ড ভ্যানের একটি যাত্রাবাহী রিক্সাকে ধাক্কা দেয়। এ সময় রিক্সায় মায়ের কোল থেকে শিশু নাবিলা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত নাবিলার বাবার নাম ইমরান হোসেন। মার নাম নাজমা বেগম। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। আদাবরে বসবাসকারী শিশুটির মা নাজমা জানান, নিউমার্কেট থেকে রিক্সাযোগে সন্তান নাবিলা ও ভাইসহ আদাবরে যাচ্ছিলাম। মোহাম্মদপুর আরমান হাসপাতালের সামনে রিক্সাটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় তার কোল থেকে সন্তান নাবিলা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু সন্তান নাবিলাকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, ঘটনার পর থেকে কাভার্ড ভ্যানটি আটক এবং এর চালককে গ্রেফতার করা হয়েছে। ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার ॥ রাজধানীর খিলক্ষেতে ১০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো, জাহাঙ্গীর আলম (৩৬), মহিবুল্লাহ (৩৭), মেহেদী হাসান সুমন (২৯) ও নাসির মিয়া (৪০)। সোমবার এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকনিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×