ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের যৌথসভা ২৬ অক্টোবর গণভবনে

প্রকাশিত: ০৬:০২, ২৩ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের যৌথসভা ২৬ অক্টোবর গণভবনে

বিশেষ প্রতিনিধি ॥ আগামী নির্বাচন সামনে রেখে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং পার্লামেন্টারি পার্টির এক যৌথসভা আগামী ২৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, যৌথসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন আগামী ২৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে। অধিবেশন শেষেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে এবারের দলের যৌথসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌথসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত, জোট সম্প্রসারণ হবে কিনা, জোটের শরিকদের কত আসন দেয়া হবে, ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন, প্রচার-প্রচারণার কৌশল, নির্বাচনী বাজেট, বিভাগীয় নির্বাচন পরিচালনা ও বিভিন্ন উপ-কমিটি গঠন, ইশতিহার প্রণয়নসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কর্মযজ্ঞ চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করেছে আওয়ামী লীগ। দলের হাইকমান্ডের নির্দেশে মাঠে কাজ করছেন নেতারা। সম্ভাব্য এমপিপ্রার্থীরা নিজ নিজ এলাকায় এখন ঘনঘন যাচ্ছেন। স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। সরকারী-বেসরকারী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিচ্ছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে। বিএনপি-ঐক্যফ্রন্ট এবারের নির্বাচনে অংশ নেবে-এটা বিবেচনায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। তারা বলছে, বিএনপির প্রার্থী দেখে ভোটে বিজয়ী হতে পারবেন এমন নেতাদেরই দলীয় মনোনয়ন দেয়া হবে। যৌথসভায় এ বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রচার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আওয়ামী লীগের যৌথসভায়। খালেদাকে মাইনাস করেছে ড. কামালরা-ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সুচতুরভাবে খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অশুভ শক্তি বিএনপি, জামায়াত ও ড. কামাল হোসেনদের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নেই। বিএনপির রাজনীতি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. কামাল হোসেনদের হাতে চলে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। হাছান মাহমুদ বলেন, মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের একটি ঐক্য হচ্ছে জাতীয় ঐক্য। যেই ঐক্যের নেতা হচ্ছে ড. কামাল হোসেন। তারা নাকি সারাদেশব্যপী সমাবেশ করবে। সুতরাং সমাবেশের নামে এবং সমাবেশের আড়ালে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর দাঁতভাঙ্গা জবাব দিবে।
×