ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা

চট্টগ্রামে বিএনপি নেতা শামীম বক্কর গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৪, ২৩ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে বিএনপি নেতা শামীম বক্কর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি টিম জিইসি মোড় এলাকায় একটি হোটেলের সামনে থেকে এই দুই নেতাকে আটক করে। তাদের গত রবিবার আদালত এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানায়, গত রবিবার চট্টগ্রাম আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর না হওয়ায় ক্ষুব্ধ আচরণ করে দলের নেতাকর্মীরা। খসরুকে কারাগারে নিয়ে যাওয়ার সময় এবং এরপর তারা পুলিশের ওপর চড়াও হয়। হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মোঃ ইদ্রিস আলী বাদী হয়ে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ অন্তত দেড় শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার চট্টগ্রাম নগর বিএনপির কার্যালয়ে একটি সভা শেষে কেন্দ্রীয় নেতা বরকত উল্লাহ বুলুকে কিছু দূর এগিয়ে দিচ্ছিলেন বিএনপির দুই নেতা মাহবুবুর রহমান শামীম ও আবুল হাশেম বক্কর। জিইসি মোড় এলাকায় ম্যারিডিয়ান হোটেলের সামনে গোয়েন্দা পুলিশ আটক করে এই দুই নেতাকে। কোতোয়ালি থানার ওসি মোঃ মহসিন জানান, বিএনপির দুই নেতাকে পুলিশের ওপর হামলা ও কর্তব্য পালনে বাধাদানের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
×