ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন নিউইয়র্ক প্রবাসী নাঈমা খান

প্রকাশিত: ০৬:০৫, ২৩ অক্টোবর ২০১৮

জাতিসংঘের শুভেচ্ছা দূত হলেন নিউইয়র্ক প্রবাসী নাঈমা খান

বিডিনিউজ ॥ মানসম্মত শিক্ষার প্রসার ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করার স্বীকৃতিস্বরূপ নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী নাঈমা খান জাতিসংঘের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে নিয়োগ পেয়েছেন। ইন্টারন্যাশনাল কংগ্রেস অব মিডিয়ার নির্বাহী পরিচালনা পর্ষদের কো-চেয়ার আমিন ক্রুজ ১৫ অক্টোবর নাঈমা খানের নিয়োগপত্রে সই করেন। এর তিনদিন পর ১৯ অক্টোবর নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নিয়োগপত্র নাঈমা খানকে হস্তান্তর করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউএস সিনেটর বব বেমেন্ডেজ (নিউ জার্সি), কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপাইলেট এবং নিউইয়র্ক সুপ্রীমকোর্টের জজ কারমেন ভেরাজকুয়েজ। নিউইয়র্কের ‘খানস টিউটোরিয়াল’ এর চেয়ারপার্সন নাঈমা আগামী ৩ বছর মর্যাদাসম্পন্ন শিক্ষা প্রসারের নানা কর্মসূচী নিয়ে জাতিসংঘের দূত হিসেবে বিভিন্ন দেশে সভা-সিম্পোজিয়াম করবেন। জাতিসংঘের এসডিজি অর্জনের ১৭টি বিষয়ের মধ্যে চতুর্থতম হচ্ছে শিক্ষা।
×