ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

হেমন্তসন্ধ্যায় সংলাপ থিয়েটারের ‘বোধ’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:২০, ২৩ অক্টোবর ২০১৮

হেমন্তসন্ধ্যায় সংলাপ থিয়েটারের ‘বোধ’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ কেটে গেছে গরমের গুমোট ভাব। প্রখর খরতাপের বদলে অনুভূত হচ্ছে হালকা শীতল আমেজ। শীতের আগমনী বার্তা দেয়া সেই হেমন্তসন্ধ্যায় মঞ্চস্থ হলো বোধহীন সমাজব্যবস্থাকে উপজীব্য করে নির্মিত নাটক ‘বোধ’। বেঁচে থাকার লড়াই মানবিকতা বিবর্জিত এক অমানবিক জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে নাটকের কাহিনীতে। সংলাপ গ্রুপ থিয়েটারের ২৬তম প্রযোজনাটির প্রদর্শনী অনুষ্ঠিত হলো সোমবার। শিল্পকলা একাডেমির নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে পরিবেশিত হয় নাটকটি। মারাঠি গল্পকার মুন্সী প্রেমচাঁদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন স্বপন দাস। নির্দেশনায় দিয়েছেন মোস্তফা হীরা। নাটকের গল্পে দেখা যায়, সামান্য কয়েকটি সিদ্ধ আলু নিয়ে লড়াইয়ে অবতীর্ণ হয় পিতা ঘিসু ও পুত্রর মেধো। এমনকি নিজের সন্তানসম্ভবা পুত্রবধূর অতিসমান্য খাদ্যটুকু কেড়ে নিতেও তাড়না দেয় পুত্র মেধোকে। মেধোও বোধহীন এক জন্তুর মতো কেড়ে নেয় বধূর সামান্য খাবার। শুধু তাই নয় ক্ষুধা তাদের এমনভাবে তাড়িত করে যে, কিছু পয়সা পাওয়ার লোভে নিজের পুত্রবধূকে মৃত ঘোষণা দেয়। পুত্র মেধোও তা সমর্থন করে। অথচ কেন তারা আজ দরিদ্র, কেন পাচ্ছে না দু’মুঠো খাবার। এর জন্য এ সমাজ কতটা দায়ী। কেন তারা বৈষম্যের শিকার। এ নিয়ে ভাবে না তারা। কোন দ্রোহ নেই। নিয়তির ওপর সঁপে দিয়েছে নিজের ভাগ্যকে। এসব প্রশ্নের মাঝে একসময় ঘোর ভাঙ্গে মেধোর। স্বপ্নের ঘোরে দ্রোহী হয়ে ওঠে ঘিসু ও মেধো। ঘেন্না করে এই সমাজ ও সমাজপতিদের। মেধো তার সন্তানকে বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোঃ হাবীবুর রহমান, মঈনুদ্দীন হাসান খোকন, হিমা মৃধা সোমা, শাকিল আহমেদ ও মোঃ মাইনুল ইসলাম। গণগ্রন্থাগারে সায়েন্স ফিকশন বইমেলা ॥ শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে সায়েন্স ফিকশন বইমেলা। ‘এসো এসো, সায়েন্স ফিকশন বইমেলাতে এসো, হারিয়ে যাও কল্পবিজ্ঞানের অজানা জগতে’ পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সপ্তাহব্যাপী এ মেলার আয়োজক বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)। বিভিন্ন প্রকাশনীর স্টল থেকে পাঠকরা ২৫ শতাংশ মূল্য ছাড়ে বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন এই মেলায়। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া মেলাটি চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। উৎসবের সর্বোচ্চসংখ্যক বই ক্রেতাকে সমাপনী দিনে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।
×