ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মিনিটে সাড়ে চার লাখ গ্যালন পানি ছাড়বে নাসা

প্রকাশিত: ০৬:২১, ২৩ অক্টোবর ২০১৮

মিনিটে সাড়ে চার লাখ গ্যালন পানি ছাড়বে নাসা

রকেট উৎক্ষেপণের ফলে তৈরি হওয়া তীব্র তাপ ও শক্তি কমাতে পানি ছড়ানোর নতুন ব্যবস্থা বানিয়েছে নাসা। এক মিনিটে সাড়ে চার লাখ গ্যালন পানি ছাড়তে পারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নতুন এই ব্যবস্থা। নাসা’র পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে ‘ইগনিশন ওভারপ্রেশার প্রোটেকশন এ্যান্ড সাউন্ড সাপ্রেশন পানি ছড়ানোর ব্যবস্থা’। নতুন এই ব্যবস্থায় বায়ুতে ১০০ ফুট উচ্চতায় পানি ছড়ানো হয়। রকেট উৎক্ষেপণের ফলে তীব্র তাপ ও শক্তি কমানোই এর লক্ষ্য। এক মিনিটে এই ব্যবস্থায় যে পরিমাণ পানি ছড়ানো হয় তা দিয়ে অলিম্পিকের মাপের একটি সুইমিং পুল প্রায় পুরোপুরি ভরা যাবে। ১৫ অক্টোবর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯বি-তে নতুন এই ব্যবস্থাটি পরীক্ষা করেছে নাসা। এক্সপ্লোরেশন মিশন-১ এর প্রস্তুতির জন্যই এই ব্যবস্থাটি পরীক্ষা করছে নাসা। ২০২০ সালে জুন মাসে এই মিশনটি পরিচালনার কথা রয়েছে সংস্থাটির। এক্সপ্লোরেশন মিশন-১ হবে নাসা’র প্রথম নভোচারীবিহীন ফ্লাইট। এক দশকের বেশি সময় ধরে এই মিশনের জন্য কাজ করছে নাসা। এটি হবে এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী বুস্টার। - সিনেট
×