ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপিসহ আহত ৬

প্রকাশিত: ০৭:০১, ২৩ অক্টোবর ২০১৮

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপিসহ আহত ৬

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২২ অক্টোবর ॥ সদর উপজেলার কদমতলায় দুর্বৃত্তদের হামলায় ৫ ইউপি সদস্যসহ ৬ আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কদমতলা ইউনিয়ন পরিষদের সভা চলাকালীন সময়ে পরিষদে ঢুকে এ হামলা চালায়। দুর্বৃত্তরা কদমতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল খান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস সেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল মামুন হাওলাদার, ৬নং ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শেখ সাইফুল ইসলাম বাবুল ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত ইউপি সদস্য আল মামুন হাওলাদার বলেন, সকালে ইউনিয়ন পরিষদে জেলেদের চাল দেয়ার তালিকা করার বিষয়ে সভা চলছিল। বেলা ১১টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার ভাই হাবিব খান ও জামাই রিপন খানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী চাপাতি, দা, চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিতভাবে পরিষদের সভা কক্ষে হামলা করে ইউপি সদস্য সোহেল খানকে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় হামলাকারীরা উপস্থিত অন্য ইউপি সদস্যদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তারা পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
×