ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান পদে দুটিতে জয়ী স্বতন্ত্র, একটিতে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৭:০২, ২৩ অক্টোবর ২০১৮

চেয়ারম্যান পদে দুটিতে জয়ী স্বতন্ত্র, একটিতে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার ডিমলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১টিতে ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার নির্বাচন শেষে রাত ১১টার দিকে বেসরকারী ফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়নুল হক। তিনি নৌকা প্রতীকে ৫ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীকে ৪ হাজার ৮৯৩ ভোট পেয়েছেন। গয়াবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সামসুল হক। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭ হাজার ২৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত শরীফ ইবনে ফয়সাল মুন। নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। খগাখড়িবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন চশমা প্রতীকে ৪ হাজার ৪২৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছে। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীকে তিনি ৩ হাজার ৮১৮ ভোট পেয়েছেন।
×