ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা ॥ দুদক কমিশনার

প্রকাশিত: ০৭:০৪, ২৩ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা ॥ দুদক কমিশনার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম, সরকারের দশ বছরের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, দেশ অনেক আগেই উন্নয়নশীল দেশ হতে পারত, কিন্তু দুর্নীতির কারণে হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখেছিলেন আজ তা বাস্তবায়ন করেছেন তার কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কর্মকা- হয়েছে তা আজ দৃশ্যমান। সোমবার বিকেলে নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে আইনজীবী সমিতির হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের অভিযোগের শাস্তির হার বেড়েছে। আগে অভিযোগের শাস্তির হার ছিল ৩৭ শতাংশ। বর্তমানে ৫৫ শতাংশ অভিযোগের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়েছে। টঙ্গীর দাদা গার্মেন্টসে বেতন পরিশোধ দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২২ অক্টোবর ॥ টঙ্গীর বিসিক এলাকার দাদা গার্মেন্টসে মাসিক বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার দিনভর শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ সমাবেশ করেছে। কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত দিনে বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। গার্মেন্টস কর্তৃপক্ষের দাবি অর্থনৈতিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে বেতন ভাতা পরিশোধ করতে না পারায় নির্ধারিত সময় রদবদল করতে হচ্ছে। এ পরিস্থিতিতে কারখানার দুই হাজার শ্রমিকের মাঝে চরম অসন্তোষ ও শঙ্কা নেমে এসেছে। ঘটনাস্থল থেকে জানা গেছে, সেপ্টেম্বর মাসের বেতন অক্টোবরের ৭ তারিখে পরিশোধ করার কথা ছিল। কারখানা কর্তৃপক্ষের অর্থ সঙ্কটের কারণে ৩ অক্টোবর ব্যবস্থাপনা পরিচালক কোরিয়ান নাগরিক মুসাইলি স্বাক্ষরিত এক পত্রে ২২ অক্টোবর বেতন ভাতা পরিশোধের নোটিস জারি করে।
×