ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

২৮ বছর পর আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৭:০৫, ২৩ অক্টোবর ২০১৮

২৮ বছর পর আসামি গ্রেফতার

সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ২২ অক্টোবর ॥ চট্টগ্রামের বোয়ালখালীতে দীর্ঘ ২৮বছর পর ডাকাতি মামলার আসামি এজাহারুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২২ অক্টোবর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক উপজেলার পশ্চিম গোমদ-ী থেকে এজাহারুলকে গ্রেফতার করেন। এজাহারুল হক পশ্চিম গোমদ-ী এলাকার মৃত জরিপ আলীর ছেলে। উল্লেখ্য, ১৯৯০ সালে খুনসহ ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার (জিআর-৩৭/৯০) আসামি এজাহারুল হক। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘ ২৮বছর পলাতক থাকলেও নিজেকে সে আর আড়াল করতে পারেনি। অবশেষে ধরা পড়তেই হলো। সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সাপ নিয়েই তার পথচলা, সাপই তার সংসারের উপার্জন মাধ্যম। অন্যরা ভয় পেলেও সাপ ছিল তার অতি আপনজনের মতো। নিকটতম সঙ্গী। সাপ নিয়ে নানা কসরত প্রদর্শন করে সংসার চলত তার। আর এই সাপ খেলা দেখাতে গিয়েই তার জীবন থেমে গেল সাপেরই কামড়ে। সোমবার বিকেলে বিষাক্ত সাপের দংশনে মারা যান শহিদুল ইসলাম (৪০) নামে ওই সাপুড়ে। বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×