ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:০৫, ২৩ অক্টোবর ২০১৮

টুকরো খবর

বিদ্যুতের খুঁটির চাপায় পথচারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে পল্লীবিদ্যুতের খুঁটির চাপায় সাহেবজান (৬০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। ঠেলাগাড়ি থেকে বিদ্যুতের খুঁটি নামানোর সময় চাপা পড়েন ওই পথচারী। সোমবার দুপুরে উপজেলার মুন্ডুমালায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। নিহত সাহেবজান উপজেলার চিমনা গ্রামের মৃত লিটু সরদারের ছেলে। মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলাম জানান, সোমবার দুপুরে স্থানীয় হাটে হেঁটে আসছিলেন সাহেবজান। এ সময় পল্লী বিদ্যুতের নতুন পোল রাস্তার পাশে নামাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। নামানোর সময় সেখানে চাপা পড়েন সাহেবজান। পরে স্থানীয়রা পোলের নিচ থেকে তাকে উদ্ধার করলেও তার আগেই ঘটনাস্থলে সাহেবজানের মৃত্যু হয়। সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ অক্টোবর ॥ সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সিকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের সাহার বাজার এলাকায় গাইবান্ধা-সাদুল্যাপুর সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। এর আগেও সাইদুর রহমান মুন্সি অপর এক মামলায় গ্রেফতার হয়েছিলেন। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মিটার রিডারদের কর্মবিরতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ চাকরি নিয়মিতকরণসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট পল্লী বিদ্যুত সমিতি-১ ও ২-এর মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতরা। কর্মসূচিতে সিলেট জেলার পল্লী বিদ্যুত সমিতির আওতায় সকল জোনাল অফিসের মিটার রিডার ও মেসেঞ্জার সদস্যরা অংশ নেন। এদিকে টানা কর্মবিরতির ফলে বিল প্রাপ্তি নিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকে নিয়মিত কর্মবিরতি পালন করলেও রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন আন্দোলনকারীরা। গৃহবধূ হত্যার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২২ অক্টোবর ॥ মির্জাপুরে গৃহবধূ রোকসানা হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষেভ করেছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ক্যাডেট কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষেভ করা হয়। রোকসানার গ্রামের শত শত নারী-পুরুষ, শিশু, যুবক ও বৃদ্ধ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এবং রোকসানা হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বিভিন্ন সেøাগান দিয়ে মহসড়কের পাশে বিক্ষোভ করেন। পানিতে ডুবে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পুকুরের পানিতে ডুবে আরজিনা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার দাড়িয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। আরজিনা ওই এলাকার ফাহিম হোসেনের স্ত্রী। জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছকে খাবার দিতে যান আরজিনা খাতুন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে পানিতে পড়ে থাকতে দেখে। পরে তারা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলায় ১২ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় সোমবার সকালে অগ্নিকা-ে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকা-ে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই ১২ দোকান ভস্মীভূত হয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত নিজস্ব সংবাদাতা, ফটিকছড়ি, ২২ অক্টোবর ॥ উপজেলার ভূজপুর থানাধীন হেয়াঁকো এলাকায় রবিবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহেল রানা (৩৮) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। তিনি বিজিবি হেয়াঁকো’র বিওপিতে গোয়েন্দা সদস্য হিসেবে কর্মরত আছেন। জানা যায়, রবিবার রাতে হেয়াঁকো বনানী স্কুলের পাশে ধুলিয়াছড়ি রাস্তার মাথায় দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এমন সময় বিজিবি সদস্য সোহেল রানা তাদের তল্লাশি করতে গেলে তারা এ বিজিবি সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।ছাত্রলীগ কর্মী হত্যা ॥ জড়িতদের বিচার দাবি নিজস্ব সংবাদাতা, ফটিকছড়ি, ২২ অক্টোবর ॥ ফটিকছড়িতে ছাত্রলীগ কর্মী ফয়সাল হত্যাকা-ের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফয়সালের পরিবার ও এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খিরাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফয়সাল ছিল অন্যায়ের প্রতিবাদকারী। এলাকার অবৈধ বালুমহাল, স্থানীয় মাদ্রাসার দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছিল। ট্রেনে কাটা আহত ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ অক্টোবর ॥ কিশোরগঞ্জে ফাহিম আরমান সাজ্জাদ (২২) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র ট্রেনের নিচে দু’পা কাটা পড়ে প্রায় ৭ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছে। রবিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ফাহিমের এমন মৃত্যুর খবরে কাঁদছে তার বন্ধু-স্বজন। ফেসবুকের ওয়ালে ওয়ালে স্ক্রিনশট হয়ে ঘুরছে তার আপডেটেড বায়ো: ‘নিজের মন যা চায়, তা করতে চাই...আমি পাখি হতে চাই’। রেলওয়ে পুলিশ জানায়, জেলা শহরের হয়বতনগর এলাকার মৃত আমিনুল হক তপনের ছেলে ফাহিম আরমান সাজ্জাদ ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল। তবে সেখান থেকে ছাড়পত্র নিয়ে সম্প্রতি সে কিশোরগঞ্জ সরকারী গুরুদয়াল কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছিল।
×