ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংগঠকদের নিয়ে বিডিডিএফএয়ের সভায় ফুটবলের মরা নদীতে জোয়ার আনতে এ কথা বলেন, সংগঠনের মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন

ফুটবলের গৌরব পুনরুদ্ধারে বাফুফেতে পরিবর্তন প্রয়োজন

প্রকাশিত: ০৭:১৩, ২৩ অক্টোবর ২০১৮

ফুটবলের গৌরব পুনরুদ্ধারে বাফুফেতে পরিবর্তন প্রয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭ নম্বের ঢাকার সব ক্লাব এবং দেশের সব জেলা ও বিভাগীয় ফুটবল সংগঠকদের সমন্বয়ে সৈকত শহর কক্সবাজারে এক মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)। গতকাল সোমবার বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা রাজধানীর ৭২ মহাখালীর রূপায়ন সেন্টারের নবম তলার বোর্ডরুমে দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, স্পন্সর তরফদার মোঃ রহুল আমিন বলেন, দেশের ফুটবল পুনঃজাগরণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান কমিটি পুরোপুরি ব্যর্থ। খেলোয়াড় তৈরির কোন পাইপলাইন নেই। সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে দেশের ফুটবল। এ অবস্থা চলতে থাকলে অগ্রগতির পরিবর্তে আরও তলানিতে গিয়ে ঠেকবে দেশের ফুটবল। খাদের কিনারা থেকে ফুটবলকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আর এই যোগ্য নেতৃত্বের অভাব দেশের ফুটবলের অভিবাবক সংস্থা বাফুফেতে। দেশের ক্রীড়াপ্রেমী তথা ফুটবলপ্রিয় মানুষ এখন পরিবর্তন চায়। এটা এখন সময়ের দাবি। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি বিগত দশ বছরে কাজের কাজ কিছুই করতে পারেনি। তবে একটা কাজ ভালই করেছেন, সেটা ফুটবলকে উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল। তিনি বলেন, বর্তমান কমিটি দীর্ঘদিন দায়িত্বে থেকে একটা ভাল মানের জাতীয় দল দাঁড় করাতে পারেনি। এটা চরম ব্যর্থতা ও লজ্জার। যার দায়ভার তারা এড়াতে পারবেন না। সঙ্গত কারণে বাফুফের আগামী নির্বাচনে আমরা পরিবর্তনের জন্য ক্লাব, বিভাগ, জেলা পর্যয়ের সংগঠকরা মিলেমিশে কাজ করতে চাই। পরিবর্তন ছাড়া ফুটবল এগিয়ে নেয়ার কোনভাবে সম্ভব নয়। উল্লেখ্য, সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত ডিবিবিএফএয়ের মিলন মেলায় সংগঠনের সভাপতি চট্টগ্রাম সিটি মেয়র অ জ ম নাছির সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদে তরফদার মোঃ রুহুল আমিন প্রার্থী হবেন। তার যোগ্য নেতৃতে এগিয়ে নেয়া সম্ভব ফুটবলকে। এক কথায় ফুটবলের মরা নদীতে জোয়ার আনা রুহুল আমিনের পক্ষে সম্ভব। তিনি একজন যোগ্য, ফুটবল নিবেদীতপ্রাণ সংগঠক। সভায় বিডিডিএফএয়ের আয়োজনে সারাদেশে চলমান বিভিন্ন জেলা লীগগুলোর পর্যালোচনা করা হয়। সাইফ পাওয়াটেকের পৃষ্ঠপোষকতায় ও বিডিডিএফএয়ের উদ্যোগে দেশের ৪০ জেলায় ফুটবল লীগ সমাপ্ত হওয়ায় এটি একটি বড় অর্জন বলে সন্তোষ প্রকাশ করা হয়। বাকি জেলাগুলোতে দ্রুত সম্ভব লীগ চালু করার উদ্যোগ নেয়া হবে বলে আলোচনা হয়। বিডিডিএফএয়ের নতুন আয়োজন দেশের আট বিভাগীয় অনুর্ধ-২০ দল নিয়ে প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্ট ও এই টুর্নামেন্টের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে দল গঠন, প্রশিক্ষণ ও ভেন্যু নির্বাচনের আলোচনা হয় সভায়। আগামী মাসে চট্টগ্রাম বিভাগ থেকে যাত্রা শুরু হবে এ টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলা। প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ে ২৫ সদস্যের একটি দল গঠন করে দলটিকে ৪৫ দিন প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি বিভাগের এ দলটিই আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য প্রস্তাবিত শেখ কামাল অনুর্ধ-২০ ফুটবল টুর্নামেন্ট হোম এ্যান্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবেন দেশের শীর্ষস্থানীয় কোচদের একটি প্যানেল। প্রয়োজনে বিদেশী কোচও আনা হবে বলে জানা গেছে। জেলা ও বিভাগীয় ফুটবল এবং ক্লাব ফুটবল একে অপরের পরিপূরক ও ফুটবল উন্নয়নের একই লক্ষ্যে ধাবিত সংগঠন বলে একমত হন সভার উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তাই ক্লাব পর্যায়ে একটি সংগঠন তৈরি হলে ফুটবল উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বিডিডিএফএয়ের সভাপতি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিশেষ ব্যস্ততার কারণে সভায় আসতে না পারায় সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি সিরাজুদ্দিন মোঃ আলমগীর। বিডিডিএফএ মহাসচিব তরফদার মোঃ রুহুল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, বিডিডিএফএয়ের নতুন উদ্যোগ দেশের ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করবে, বিডিডিএফএ আগামীতে দেশের মহিলা ফুটবল নিয়েও কাজ করবে।’ আগামী মাসে কক্সবাজারে ফুটবল উন্নয়নের লক্ষ্য নিয়ে ক্লাব ও জেলা ফুটবল এ্যাসেসিয়েশের সমন্বিত উদ্যোগ নেয়ার জন্য একটি সম্মেলন করার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে।
×