ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলেই বিদায় রঙ্গনা হেরাথের

প্রকাশিত: ০৭:১৪, ২৩ অক্টোবর ২০১৮

গলেই বিদায় রঙ্গনা হেরাথের

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্ট দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটের এক অধ্যায়ের। ৬ নবেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটাই হবে রঙ্গনা হেরাথের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৯ বছর আগে এই গলেই টেস্ট অভিষেক হয়েছিল। এবার সেই গলেই সাদা পোশাক তুলে রেখে ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান এ সফল স্পিনার। ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট ম্যাচ থাকলেও কেবল প্রথম ম্যাচটা খেলেই অবসরে যাওয়ার কথা নির্বাচকদের জানিয়েছেন হেরাথ। নিজের বিদায়ী ম্যাচে অসাধারণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। গলে এ পর্যন্ত ৯৯ উইকেট সংগ্রহ করেছেন তিনি। এই মাঠে আর একটি উইকেট পেলে স্বদেশী কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের ১০০ উইকেটের মাইলফলকের কীর্তি ছোঁবেন তিনি। ‘তিনি ব্যক্তিগতভাবে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই।’ সোমবার এক বিবৃতিতের জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান এ্যাসলে ডি সিলভা। দেশের জার্সিতে ৯২ টেস্ট ম্যাচ খেলে ৪৩০ উইকেট সংগ্রহ করেছেন হেরাথ। টেস্টে ম্যাচে তার ক্যারিয়ার সেরা বোলিং ৯/১২৭। সবকিছু ঠিক থাকলে ইংলিশদের বিপক্ষেই নিজের শেষ ম্যাচ খেলে সাদা পোশাককে বিদায় বলবেন ৪০ বছর বয়সী এ তারকা। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হেরাথ। ৮০০ উইকেট নিয়ে চূড়ায় রয়েছেন মুরালিধরন। ৪৩০ উইকেট নিয়ে পরের অবস্থানটিই হেরাথের। এছাড়া বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় তৃতীয় অবস্থানে হেরাথ। ৫৬৪ উইকেট নিয়ে জেমস এ্যান্ডারসন প্রথম ও ৪৩৩ উইকেট নিয়ে স্টুয়ার্ড ব্রড দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছেন। মুত্তিয়া মুরালিধরনের ছায়ায় ঢাকা পড়ে ছিলেন অনেকটা সময়। তবে মুরালি পরবর্তী সময়টায় টেস্টে লঙ্কান স্পিন বোলিংকে নেতৃত্ব দিয়েছেন রঙ্গনা হেরাথ। চ্যাম্পিয়ন নবী-গেইলদের বালখ লিজেন্ডস স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বালখ লিজেন্ডস। পরশু শিরোপা নির্ধারণী লড়াইয়ে কাবুল জওয়ানকে ৪ উইকেটে হারিয়েছে ক্রিস গেইল-মোহাম্মদ নবীদের বালখ লিজেন্ডস। শারজাহ স্টেডিয়ামে টস জিতে কাবুল জওয়ানের অধিনায়ক রশিদ খান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে কোয়াইশ আহমেদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে কাবুল। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ঝড়ো ফিফটির ওপর ভর করে ৬ উইকেটে ১১ বল হাতে রেখেই জয় পায় মোহাম্মদ নবীর দল। কাবুলের পক্ষে জাভেদ আহমেদী সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া কলিন ইনগ্রাম ও ওয়াইন পার্নেল ২১ রান করে করেন। বল হাতে বালখের হয়ে কোয়াইশ মাত্র ১৮ রানে ৫ উইকেট নেন। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গেইল ৩৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৫৪ রান করেন। শিরোপ জয়ের ম্যাচ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্লাব টি২০তে ১২ হাজার রান পূর্ণ করেন গেইল।
×