ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর)

আওয়ামী লীগের দুর্গ ভাঙতে চায় বিএনপি

প্রকাশিত: ০৭:১৮, ২৩ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের দুর্গ ভাঙতে চায় বিএনপি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২২ অক্টোবর ॥ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত কিশোরগঞ্জ-৬ আসন। আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে আসনটি। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ অনেকটাই নির্ভার। তবে বিএনপির দাবি, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জয়ে ফিরবে দলটি। এদিকে, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে এ আসনে প্র্রার্থী হয়ে চমক দেখাতে পারেন বর্তমানে উপজেলা চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দীন। তিনি ভোটারদের সঙ্গে নির্বাচনী বৈঠক শুরু করেছেন। ভাটি অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত কুলিয়ারচর উপজেলা ও বন্দর এলাকা ভৈরব নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসন। ১৯৯১ সালে আসনটি বিএনপির দখলে থাকলেও স্বাধীনতার পর ২০০৮ সাল পর্যন্ত পাঁচবারের সংসদ সদস্য ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ নাজমুল হাসান পাপন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এরপর ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবারও নৌকা প্রতীক বিজয়ী হবে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, ভৈরব-কুলিয়ারচরবাসীর স্বপ্নের সেতু কালিনদীর ওপর নির্মিত হচ্ছে। এলাকার বিদ্যুতের চাহিদা মেটাতে শহরের কালিপুরে মেঘনা নদীর তীরে নির্মাণ করা হচ্ছে ৫৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র। ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাক্ষণবাড়িয়াসহ সিলেট অঞ্চলে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় রোগীদের চিকিৎসার জন্য শহরের কমলপুর ভৈরব সদর থানার পাশে নির্মাণ করা হচ্ছে ট্রমা জেনারেল হাসপাতাল। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য পৌরসভার স্টেডিয়ামটি আধুনিক স্টেডিয়ামে পরিণত করতে কাজ চলছে। অন্যদিকে শহরের কালিকা প্রাসাদ এলাকায় বিসিক শিল্পনগরী নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ভৈরব-কুলিয়ারচরের বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এলাকার ব্যাপক উন্নয়ন কাজ করায় এলাকাবাসী আবার নৌকায় ভোট দিবে বলে স্থানীয় আওয়ামী লীগের বিশ্বাস। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সায়দুল্লাহ মিয়া বলেন, ‘নির্বাচনে নৌকা জয়ী হওয়ার বিষয়ে আমি শতভাগ নিশ্চিত। ভৈরব-কুলিয়ারচরবাসীর জন্য আমাদের এমপি উন্নয়ন করেছে। মানুষ শান্তিতে আছে। জনগণ আমাদের পক্ষে আছে।’ শেখ হাসিনার পক্ষে থাকবে। ভৈরব পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শাহিন বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী জিল্লুর রহমান সাহেবের ছেলে পাপন সাহেব কোন রকমের কাজ ভৈরব অঞ্চলে করে নাই। অন্যায়-অত্যাচার আর জুলুমের কারণে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছ থেকে। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই জনগণ আমাদের পক্ষে থাকবে।’ তিনি বলেন, দলীয় প্রার্থী শরীফুল আলমের বিরুদ্ধে সরকার একের পর এক গায়েবি মামলা দিচ্ছে। সরকার মামলা দিয়ে বিএনপিকে জেলে রেখে নির্বাচন করতে চায়, সে সুযোগ দেয়া হবে না। এ আসনে নির্বাচন করতে মাঠ চষে বেড়াচ্ছেন বর্তমান ভৈরব উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দীন। তিনি সাবেক ভৈরব উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। বিএনপি অথবা জাতীয় ঐক্যফ্রন্ট যদি মনোনয়ন দেয় তবে তিনি নির্বাচন করবেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন।
×