ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়া-১ ॥ নৌকার বিজয় নিশ্চিত করতে চান রেজাউল হক এমপি

প্রকাশিত: ০৭:১৯, ২৩ অক্টোবর ২০১৮

কুষ্টিয়া-১ ॥ নৌকার বিজয় নিশ্চিত করতে চান রেজাউল হক এমপি

এমএ রকিব/সাইদুল আনাম, কুষ্টিয়া ও দৌলতপুর থেকে ॥ দ্বিতীয়বারের মতো মনোনয়ন প্রত্যাশী কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বর্তমান এমপি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রবীণ নেতা আলহাজ রেজাউল হক চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ করে আসনটিতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চান। এ লক্ষ্যে তিনি দিনরাত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাচ্ছেন। স্থানীয়রা জানায়, এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে চরম গৃহবিবাদ থাকলেও মনোনয়ন বিষয়ে সম্ভাব্য প্রার্থীরা দোড়ঝাঁপ শুরু করছেন। তারা কেন্দ্রে জোর লবিং করার পাশাপাশি নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। এদিকে নৌকার চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগেভাগেই কোমর বেঁধে মাঠে নেমেছেন মনোনয়ন প্রত্যাশী রেজাউল হক চৌধুরী এমপি ও তার সমর্থকরা। প্রতিদিনই তিনি গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মধ্যদিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। আর বিভিন্নভাবে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতার কারণে রেজাউল হক ইতোমধ্যেই তৃণমূলে আস্থা অর্জন করেছেন বলে জানান দলের নেতাকর্মীরা। রেজাউল হক চৌধুরী বলেন, আমার সময়ে দৌলতপুর উপজেলায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই মনোনয়নের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল হক প্রতিদিন পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, শোডাউন ও জনসভার মধ্যদিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন। বোয়ালিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হোসেন মাস্টার বলেন, রেজাউল হক এমপি স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের কাছে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। তৃণমূল নেতাকর্মীরা তার পক্ষে কাজ করছেন। তাকে পুনরায় নৌকা মার্কার মনোনয়ন দেয়া হলে দৌলতপুরবাসীর প্রত্যাশা পূরণ হবে বলে আমরা মনে করি। এ আসনে মাঠে কাজ করছেন আরেক বর্ষীয়ান নেতা দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদ। তিনি এবার দলীয় মনোনয়ন পেতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন। নিয়মিত গণসংযোগ করছেন। মনোনয়নের ব্যাপারে তিনিও আশাবাদী। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, এক সময়ের তুখোড় ছাত্রনেতা এ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তরুণ নেতা এ্যাডভোকেট হাসানুল আসকার হাসু এই আসনে মনোনয়ন পেতে হাইকমান্ডে জোর লবিং করছেন বলে শোনা যাচ্ছে। মাঠে না থাকলেও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বিএনপির একক প্রার্থী মনে করছেন দলীয় নেতাকর্মী। বিরোধী দল জাতীয় পার্টি (এরশাদ) থেকে সাবেক খাদ্য প্রতিমন্ত্রী কুরবান আলীর ছেলে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা শাহরিয়ার জামিল জুয়েল প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
×