ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগে প্রার্থীজট ॥ বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

প্রকাশিত: ০৭:১৯, ২৩ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগে প্রার্থীজট ॥ বিএনপি-জামায়াত দ্বন্দ্ব

তাহমিন হক ববী, নীলফামারী ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ডোমার ও ডিমলা উপজেলা নিয়ে নীলফামারী-১ আসনে নৌকার মাঝি হতে দুই নারীসহ ৮ প্রার্থীর জট লেগেছে। কে হবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তা এখনও কেউ নিশ্চিত নন। জাতীয় পার্টির প্রার্থী নির্ভার থাকলেও এই আসনে বিএনপি ও জামায়াতের জোট হতে বেরিয়ে আসা ন্যাপ, ইসলামী আন্দোলন তাদের একক প্রার্থী নিশ্চিত করেছে। তবে এই আসনে বিএনপি ও জামায়াতের পক্ষে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব চলছে। এই আসনের বর্তমান সংসদ সদস্যকে নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। দুই উপজেলা শহরই অনগ্রসর। সড়কের অবস্থা করুণ। তারপরও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্যের মুখে এলাকার উন্নয়নের কথা। উন্নয়ন আর নিজের জনপ্রিয়তার ফিরিস্তি দিয়ে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হতে চান সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার। তবে সাধারণ ভোটার ও দলীয় নেতা-কর্মীরা বলছেন, আফতাব উদ্দীন এলাকায় বিতর্কিত হয়ে পড়েছেন তার ভাই-ভাতিজা-জামাতার কর্মফলের কারণে। এই আসনের স্থগিত থাকা ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল। ফলাফলে মাত্র একটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় হলেও বাকি দুইটিতে পরাজয় ঘটে। আওয়ামী লীগে প্রার্থীজট ॥ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দীন অতীতে বিভিন্ন নির্বাচনে নিজের জনপ্রিয়তার ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, আমি দুই মেয়াদে ডিমলা সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। এরপর সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এসবই আমার জনসমর্থনের বড় প্রমাণ। আগামী নির্বাচনে দলের মনোনয়ন আমিই পাব। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুই জন নারীও রয়েছেন। এরা হলেন সাবেক সংসদ সদস্য হামিদা বানু শোভা ও সরকার ফারহানা আখতার সুমি। সুমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক (কল্যাণ ও পুনর্বাসন) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার স¤পাদক। জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে সুমি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে ¯œাতক কোর্স শেষ করেছে। আর হামিদা বানু শোভা তিনি অষ্টম সংসদে এই আসনে দলীয় মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। নবম সংসদে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। বাড়ি ডোমার উপজেলা শহরে। তার বিশাল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঢাকায়। সুমি বলেন, ডিমলা উপজেলার সাধারণ মানুষ শেখ হাসিনা ও নৌকা প্রতীকের ভক্ত। তবে এলাকাবাসী এবার প্রার্থী পরিবর্তন চেয়েছেন। এই আসনের দুই উপজেলায় তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে । এ জন্য তিনি দুই উপজেলা শহরে তার জনসংযোগ ও প্রচারের জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছেন। রাজনৈতিক কার্যালয়ে তার সমর্থকরা প্রতিদিন ভিড় করে। এ ছাড়া তিনি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ পথসভা, জনসভা চালিয়ে যাচ্ছেন। সুমি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিার উন্নয়নের বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপশি তিনি এলাকায় তরুণ যুবকদের খেলাধুলায় ফিরিয়ে আনতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে দিচ্ছেন। বিএনপি ও জোটের শরিক ॥ বিগত সময়ের নির্বাচনে এই আসনটিতে জামায়াত ও ন্যাপ প্রার্থী দেয়ার জন্য উঠে পড়ে লাগলেও তারা দিতে পারেনি। প্রতিবারই বিএনপির পক্ষে প্রার্থী দেয়া হয়ে থাকে। ষষ্ঠ সংসদ নির্বাচনে ১৫ দিনের সংসদ সদস্য ছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম। তার বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির মামলায় সাজা হয়। বর্তমানে তিনি পলাতক। তার অনুপস্থিতিতে অনেকটা প্রার্থী-সঙ্কটে পড়ে বিএনপি। এ অবস্থায় ২০০৮ সালে প্রার্থী হন শাহরিনের বাবা রফিকুল ইসলাম চৌধুরী। খালেদা জিয়ার এই ভগ্নিপতি বা বড় বোন সেলিনা ইসলাম এই দুইজনের মধ্যে প্রার্থী হবেন বলে জানাচ্ছেন দলের নেতা-কর্মীরা। ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক আরিফুল ইসলাম বলেন, এখানে জোটগত নির্বাচন হলে রফিকুল ইসলাম চৌধুরী বা তার স্ত্রী সেলিনা ইসলাম চূড়ান্ত প্রার্থী। জোটগত নির্বাচন হলেও এখানে জামায়াতকে ছাড় দেয়ার সুযোগ নেই। তবে বিএনপি নেত্রীর বোন, দুলাভাই প্রার্থিতার বিষয়ে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। বিএনপি জোট হতে বেরিয়ে গেছে ন্যাপ ॥ বিএনপি জামায়াত জোট ও ব্যারিস্টার কামাল হোসেনের ঐক্য হতে বেরিয়ে আসা এই আসনে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি এবার প্রার্থী হচ্ছেন এটি প্রায় নিশ্চিত। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলের মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রী মরহুম মশিউর রহমান যাদু মিয়ার নাতি ও সাবেক মন্ত্রী মরহুম শফিকুল গণি স্বপনের ছেলে। ঢাকায় অবস্থান করলেও পৈত্রিক নিবাস ডিমলা উপজেলা শহরে। বাম দল ॥ ওই আসনে বাম দলগুলোর তেমন উল্লেখযোগ্য প্রার্থী মাঠে না থাকলেও ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন বাম মোর্চার প্রার্থী বামদের (খালেকুজ্জামান) নেতা মোঃ আসাদুজ্জামান পাটোয়ারী লাকু। তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমি। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন এই আসনটিতে তাদের সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।
×