ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশাল-৫ আসনে সম্ভাব্য ১৬ প্রার্থী মাঠে

প্রকাশিত: ০৭:১৯, ২৩ অক্টোবর ২০১৮

বরিশাল-৫ আসনে সম্ভাব্য ১৬ প্রার্থী মাঠে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিশেষ মর্যাদার আসন বলে সর্বত্র সমাদৃত বিভাগীয় শহর বরিশাল-৫ (সদর) আসনটি প্রতিবারের ন্যায় এবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সমান গুরুত্ব দিয়ে আসছেন। নির্বাচনকে সামনে রেখে এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আটজন, বিএনপির পাঁচজন, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কমিউনিস্ট পার্টির তিনজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। সূত্রমতে, এ আসনে বিভিন্ন দলের সর্বমোট ১৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম বিভিন্ন মাধ্যমে উঠে আসলেও মাঠপর্যায়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একজন নেতা ছাড়া অন্যকাউকে তেমন একটা গণসংযোগে পাওয়া যায়নি। সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে প্রতিনিয়ত সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে চলা বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতা হচ্ছেন নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করা মোঃ সালাহউদ্দিন রিপন। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য সালাহউদ্দিন রিপন সংসদীয় এলাকার ১০টি ইউনিয়ন এবং মহানগরীর ওয়ার্ড পর্যায়ে নিয়মিত গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক, মতবিনিময় ও পথসভা অব্যাহত রেখেছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যাদের নাম উঠে এসেছে তারা হলেন-বর্তমান সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, শিল্পপতি আরিফিন মোল্লা, শিল্পপতি মশিউর রহমান খান। বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন-বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মোঃ রহমতুল্লাহ ও জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন। ইসলামী আন্দোলনের প্রার্থী হবেন দলের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। কমিউনিস্ট পার্টির প্রার্থী হবেন অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হতে পারেন জেলার আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল।
×