ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মনিরা ইসলাম পাপ্পু-টুম্পা দাসের সঙ্গীতসন্ধ্যা আজ

প্রকাশিত: ০৭:২৬, ২৩ অক্টোবর ২০১৮

মনিরা ইসলাম পাপ্পু-টুম্পা দাসের সঙ্গীতসন্ধ্যা আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে তরুণ প্রতিভাময়ী শিল্পী মনিরা ইসলাম পাপ্পু এবং শিল্পী টুম্পা দাসের সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পীদ্বয় বাংলার মাটির সুরের গান ভাদু, টুসু ঝুমুর গান পরিবেশন করবেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে অনুষ্ঠানটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া এই তিন জেলা মিলে রাঢ়বঙ্গ। বিভিন্ন আদিবাসীদের বসবাস এই লালমাটির দেশে। পরিবর্তনের বাতাস এখানে ধীরগতিতে বয়। লাল পলাশে মাতাল এই ভূমির আদিবাসীরা। রাধাকৃষ্ণ বিষয়ক লোকগান হলো ঝুমুর। ভাদু টুসু কৃষিকেন্দ্রিক লৌকিক লোকাচার। সর্বময়ী নারীদের দ্বারা পরিবর্তিত, পরিকল্পিত ও পরিচালিত লৌকিক ধর্ম। এই ধর্মের ঘরে ব্রাহ্মণের প্রবেশ নিষ্প্রয়োজন। এই অনুষ্ঠানে শিল্পীদের লোকবাদ্য সহকারে সহযোগিতা করবেন পশ্চিমবঙ্গের বাদ্যশিল্পীরা। শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবারের প্রয়াস পশ্চিমবাংলার লোকগান ভাদু, টুসু,ঝুমুর নিয়ে। সকলের উপস্থিতি তাদের অনুপ্রাণিত করবে। শিল্পী মনিরা ইসলাম পাপ্পু সঙ্গীতে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে লোকসঙ্গীত নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। আর শিল্পী টুম্পা দাস সঙ্গীতে অনার্সের পর এখন আইসিসিআরয়ের বৃত্তি নিয়ে লোকসঙ্গীতে মাস্টার্স করছেন।
×