ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ২০:২৮, ২৩ অক্টোবর ২০১৮

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি যুবকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে বি-ইউনিট গ্রুপ-২ পরীক্ষা চলাকালীন তাকে আটক করা হয়। পরে সকাল ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাণী খাতুন এ দণ্ডাদেশ প্রদান করেন। আটক ওই যুবকের নাম মুনসুর রহমান। সে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলো। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-২’ গ্রুপের পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে ভর্তিচ্ছু আল-আমিনের হয়ে প্রক্সি দিচ্ছিলো মুনসুর। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হল পরিদর্শন করেন। এ সময় ৪২৫ নম্বর কক্ষের মুনসুরের গতিবিধি সন্দেহ হওয়ায় তিনি তার কাগজপত্র যাচাই করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রাণী খাতুন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তার জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাকে এ দণ্ড প্রদান করা হয়। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘পরীক্ষার হল পরিদর্শনের সময় মুনসুরকে দেখে সন্দেহ হলে হল পরিদর্শক ও আমি তার কাগজপত্র দেখি। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দিলে তারা এসে তাকে আটক করেন।’
×