ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবি

প্রকাশিত: ২১:১৮, ২৩ অক্টোবর ২০১৮

 ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবি

অনলাইন রিপোর্টার ॥ আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক নামের একটি সংগঠন এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিগত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে ফাহিমা, রুবি, বৃষ্টি, লামিয়া, সীমাসহ আরও বেশ কয়েকজন শিশু গৃহশ্রমিক নিয়োগকারী দ্বারা নির্যাতনের শিকার হয়েছে। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও শুধু বিচারহীনতার কারণে দোষীরা এমন করতে সাহস পান। আর যদি এমন ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি সবাই দেখতে পায়, তাহলে সেই ভয়ে দোষীরা গৃহশ্রমিকদের নির্যাতনের সাহস পাবে না।’ দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘এটি বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে।’ মানববন্ধনে আয়োজক সংগঠনের পক্ষ থেকে গৃহশ্রমিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, নির্যাতিত গৃহশ্রমিকদের উপযুক্ত চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। এ সময় জাতীয় গৃহশ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সদস্য সচিব নাজমা ইয়াসমীন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়ক নইমুল আহসান জুয়েল, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দফতর সম্পাদক খালেকুজ্জামান লিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
×