ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে বিদেশী নাগরিকের গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫

প্রকাশিত: ২১:১৯, ২৩ অক্টোবর ২০১৮

বাঁশখালীতে বিদেশী নাগরিকের গাড়িতে হামলা, পুলিশসহ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মাণাধীন বেসরকারি পর্যায়ের দেশের সর্ব বৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বিদেশী চীনা নাগরিকের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। সোমবার রাত ৯ টার দিকে প্রকল্প হতে কাজ সেরে উপজেলা সদরে বাসায় ফেরার পথে স্বশস্ত্র ডাকাতদল অতর্কিত অবস্থায় বিদেশী নাগরিককে বহনকারী গাড়িতে গুলিবর্ষন শুরু করে। তবে হামলায় কোন বিদেশী নাগরিক আহত না হলেও পুলিশসহ আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের মধ্যে মিনি ট্রাকের চালক আইয়ুব (৩০) কে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আজ মঙ্গলবার বিদেশী নাগরিকের উপর হামলার ঘটনায় ২টি পৃথক মামলা দায়ের করা হবে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন। তাছাড়া যেকোন পরিস্থিতি মোকাবেলা প্রকল্প এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নে চীনের ২টি কোম্পানী ও দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস. আলম গ্রুপের যৌথ উদ্যোগে কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। সেই নির্মাণ কাছে গত কয়েকদিন যাবৎ স্থানীয় ডাকাত সর্দ্দার আনছার উল্লাহ ও মোঃ নুরুল আমিন চাঁদা দাবি করে আসছিল। প্রকল্প কর্তৃপক্ষ চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সুপরিকল্পিতভাবে আনছার উল্লাহর নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাতদল সোমবার রাতে বিদেশী নাগরিককে বহনকারীর গাড়ির উপর হামলা চালায়। হামলায় বিদেশী নাগরিক কেউ হতাহত না হলেও পুলিশসহ আহত হয়েছে অন্তত ৫ জন। আহতরা হলেন, বাঁশখালী থানা পুলিশের কনষ্টেবল আশিক (২০), ইসমাইল (২৮) ও গুরুতর আহত বিদ্যুৎ প্রকল্পে কর্মরত মিনি ট্রাকের ড্রাইভার আইয়ুব (৩০)। এদিকে আহতদেরকে রাতেই বাঁশখালী হাসপাতালে দেখতে আসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও চট্টগ্রাম দক্ষিণের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দীন। পুলিশের অভিযানে ঘটনাস্থল হতে আটকৃত ডাকাতরা হলেন ডাকাত সর্দ্দার আনছার উল্লাহ ডাকাতের পুত্র সাহাদত (২০) এবং আমিন উল্লাহ ডাকাতের পুত্র খালেদ (২০) কে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
×