ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে বর্ধিত ফি বাতিলের দাবি ॥ কঠোর আন্দোলনের হুমকি

প্রকাশিত: ২৩:৩৫, ২৩ অক্টোবর ২০১৮

ইবিতে বর্ধিত ফি বাতিলের দাবি ॥ কঠোর আন্দোলনের হুমকি

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি বাতিলের দাবিতে আন্দোলনের করছে বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা দুই দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে আগামী ২৯ অক্টোবর কঠোর আন্দোলনের যাওয়ার হুমকি দেয় তারা। জানা যায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করে আন্দোলনকারীরা। এসময় বেলা ১২ টার দিকে বিশ^বিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদের সাথে কথা বলে এবং আন্দোলন তুলে নিতে বলে। আন্দোলনকারীরা জানান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। পরে প্রক্টরিয়াল বডি সেখান থেকে সরে আসলে তারা প্রশাসন ভবনের সমনে অবস্থান কর্মসূচী করে। জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি সহ অভ্যন্তরীন ফি প্রায় ৩ গুণ বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আন্দোলনকারীরা বেলা পৌনে ২ টার দিকে প্রশাসন ভবনের সমনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুই দিনের সময় বেধে দেয়। এসময়ের মধ্যে তাদের যৌক্তিক আন্দোলন মেনে না নিলে ২৯ অক্টোবর থেকে কাঠোর আন্দোলনের হুমকি প্রদান করা হবে। এসময় সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত ছিল। পরে সেখান থেকে আন্দোলনকারীরা ওই দিনের আন্দোলন শেষ করে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে গত বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।’ উল্লেখ, গত ১৫ আক্টোবর থেকে আন্দোলন শুরু হয়। পরে বিশ্ববিদ্যারয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
×