ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সেলিম কারাগারে

প্রকাশিত: ০৩:১২, ২৩ অক্টোবর ২০১৮

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সেলিম কারাগারে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ প্রায় ১২ বছর আগে বিএনপি নেতার মালিকানাধীন একটি পত্রিকা অফিস হামলা ও ভাংচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও রেডক্রিসেন্টের সাধারন সম্পাদক আতাউর রহমান সেলিমকে কারাগারে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার দুপুরে শত শত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে হবিগঞ্জের সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে সেলিম হাজির হয়ে উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন প্রার্থনা করলে তা না মঞ্জুর করে সংশ্লিস্ট বিজ্ঞ বিচারক তৌহিদুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। জানা যায়, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব জি,কে গউছের মালিকানাধীন পত্রিকা ‘দৈনিক আজকের হবিগঞ্জ’ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় সংশ্লিস্ট পত্রিকা অফিসে কর্মরত তৎকালীন মেশিন অপারেটর ও কেয়ারটেকার মিজানুর রহমান বাদী হয়ে বিগত ২০০৭ সালের ১০ এপ্রিল জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম সহ ৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে সদর থানায় একটি মামলা করেন। ফলে এ মামলায় ৭ জনের বিরুদ্ধেই বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করলে একই বছরের ১৪ আগষ্ট এক রায়ে ওই যুবলীগ নেতা সেলিম, যুবলীগ নেতা হিমশিম চৌধুরী ও তালুকদার শাহীনকে ৩ বছর করে সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। তবে তখন সংশ্লিস্ট ঘটনার সাথে অন্যান্য আসামীদের সংশ্লিস্টতার প্রমান পাওয়া না যাওয়ায় তাদেরকে খালাস দেন বিজ্ঞ বিচারক। এরই প্রেক্ষিতে ওই দিন দুপুরে সেলিম আদালতে আত্ম সমর্পন করে জামিন চাইলে তা মঞ্জর না করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।
×