ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৪১, ২৪ অক্টোবর ২০১৮

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াবে যুক্তরাষ্ট্র

রাশিয়া ও চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি লঙ্ঘন করেছে, ফের এমন অভিযোগ করে একথা বলেছেন তিনি। এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আগেই দিয়ে রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। শীতল যুদ্ধকালীন ওই মার্কিন-রুশ চুক্তিটিতে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র নতুন করে পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে শুরু করলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া। ট্রাম্প জানিয়েছেন, ‘লোকজনের চেতনা ফিরে না আসা পর্যন্ত’ যুক্তরাষ্ট্র তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করবে। বলেছেন, চীন, রাশিয়া থেকে শুরু করে যেই এ খেলা খেলতে চায় এ হুমকি তাদের সবার জন্য, রাশিয়া ওই চুক্তির উদ্দীপনায় বিশ্বাসি নয় অথবা চুক্তিটিতেই বিশ্বাস করে না। -বিবিসি
×