ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিনশ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৩:৫১, ২৩ অক্টোবর ২০১৮

তিনশ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় তিন শ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে মঙ্গলবার বিকেলে নগর ভবনের দায়িত্ব নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আকস্মিকভাবে রিকসাযোগে নগর ভবনের সামনে হাজির হন মেয়র সাদিক আব্দুল্লাহ। প্রথমদিনেই মেয়র রিসকাযোগে নগর ভবনে এসে তাক লাগিয়ে দিয়েছেন গোটা নগরবাসীকে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার দুই সহদর সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহকে সাথে নিয়ে কর্পোরেশনে দায়িত্বভার গ্রহণ করতে নগর ভবনে পা রাখেন। এসময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচ তলা থেকে দ্বিতীয় তলার মেয়রের কক্ষে নিয়ে যান। সাদিক আব্দুল্লাহ মেয়রের নির্ধারিত চেয়ারে আসন গ্রহন করার পর মেয়র ও সকল কাউন্সিলদের আগামী পথগুলো সুন্দরভাবে চলার জন্য দোয়া-মোনাজাত করা হয়। পরে দায়িত্বভার গ্রহন করার জন্য সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হেসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করেন সাদিক আব্দুল্লাহ। এর পরপরই নতুন মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম বিপিএম-পিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম, কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ নবনির্বাচিত কাউন্সিলরাও মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। অপরদিকে সিটি কর্পোরেশন চত্বরে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্য এক সংবর্ধনার আয়োজন করে মহানগর ও জেলা আওয়ামীলীগ। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের উপচার্য এসএম ইমামুল হক, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মহানগর আওয়ামীলীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র ব্যাটবল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। এদিকে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দায়ীত্বভার গ্রহনকালে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, সিটি কর্পোরেশনের পিছনের সকল দুর্নীতি তদন্ত করার মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, আমার পরিষদে আমিসহ কোন কাউন্সিলররা ঠিকাদারী কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না। নগরীর সকল সমস্যা দুর করাই আমার মূল লক্ষ্য। নতুন মেয়রের এ দায়িত্বগ্রহনের মধ্যদিয়ে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে থাকা নগর ভবনও প্রাণ ফিরে পেয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের মাঝেও চাঙ্গা মনোভাব বিরাজ করছে। কেননা বেতন বকেয়া থেকে শুরু করে কর্মচারীদের রয়েছে নানা সমস্যা। নতুন মেয়র তাদের সকল সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রায় তিন শ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে নগর ভবনের দায়িত্ব গ্রহণ করেছেন। যা পরিশোধ করাটা নতুন মেয়রের জন্য চ্যালেঞ্জের হবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে এরইমধ্যে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত তিনি সিটি কর্পোরেশন থেকে সম্মানী ভাতা নেবেন না। বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর টারা আড়াইমাস পর দায়িত্বগ্রহণকে ঘিরে মঙ্গলবার দিনভর নগরীজুড়ে ছিলো উৎসবের আমেজ। গত কয়েকদিন থেকে বাহারি রঙের আলোকবাতি দিয়ে সাজানো হয়েছে পুরো নগর ভবনকে। পাশাপাশি গোটা নগরীর অলিগলিজুড়ে সাদিক আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন নেতাকর্মীরা। একইসাথে নগরীর বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। তাতেও শোভা পেয়েছে সাদিক আব্দুল্লাহকে নিয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা বানী। এছাড়া বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ঘিরেও আলোকসজ্জা করা হয়। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে বরিশালের উন্নয়ন যজ্ঞ দেখবেন নগরবাসী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন জানান, গত ৩০ জুলাই সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হন। কিন্তু একদিন পরে শোকের মাস (আগস্ট মাস) শুরু হওয়ায় তিনি কোনো সংবর্ধনা এমনকি ফুলের শুভেচ্ছাও নেননি। ফলে দায়িত্ব গ্রহণের দিনে জমকালো আয়োজনে নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ বলেন, ২০১৩ সালের নির্বাচনে বিএনপি নেতা আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে স্থবির হয়ে পরে বরিশাল নগরীর সবধরনের উন্নয়ন কর্মকান্ড। তিনি ঋণগ্রস্থ করে সিটি কর্পোরেশনকে দেউলিয়ায় পরিণত করে। এমনকি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদেরও তিনি বেতন-ভাতা দিতে ব্যর্থ হয়। এজন্য অসংখ্যবার কর্মবিরতী পালন করা হয়। বর্তমানে সিটি কর্পোরেশনের দেনা রয়েছে প্রায় তিন শ’ কোটি টাকা। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কাল রাতে বঙ্গবন্ধুর পরিবারসহ কৃষক নেতা শহীদ আব্দুর বর সেরনিয়াবাতের পরিবারের অধিকাংশ সদস্যরা ঘাতকের গুলিতে শহীদ হন। সে সময় বরিশালের প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী শাহান আরা বেগমের কোলে থাকা তিন বছরের শিশু পুত্র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দীর্ঘ ৪৭ বছর পর বাবা আবুল হাসনাত আব্দুল্লাহর স্থানে মেয়র হয়ে নগরবাসীর সেবা গ্রহন করার লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছেন। এজন্য মেয়র সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয় ভোটের প্রায় দুই মাস পর গত ৮ অক্টোবর। বিধি অনুযায়ী নগরভবনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হয়েছে গত ২২ অক্টোবর। ২৩ অক্টোবর শুন্য হয়ে যায় মেয়রের পদ। এরইমধ্যে গত ৪ অক্টোবর মেয়াদপূর্তির প্রায় এক মাস আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী বরাবরে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন সিটি কর্পোরেশনকে দেউলিয়ায় পরিনত করা বিএনপি দলীয় মেয়র আহসান হাবিব কামাল। ২২ অক্টোবর সকালে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। শপথগ্রহণ শেষে মেয়র সাদিক আব্দুল্লাহ নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। সন্ধ্যায় জাতির পিতার মাজারে দোয়া-মোনাজাত ও শ্রদ্ধাজ্ঞাপন করেন। এসময় তার সাথে নবনির্বাচিত কাউন্সিলরগণ ছাড়াও আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×