ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঋণের বোঝা মাথায় নিয়ে মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৩:৫৮, ২৪ অক্টোবর ২০১৮

ঋণের বোঝা মাথায় নিয়ে মেয়র সাদিকের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় তিন শ’ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে মঙ্গলবার বিকেলে নগর ভবনের দায়িত্ব নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আকস্মিকভাবে রিক্সাযোগে নগর ভবনের সামনে হাজির হন মেয়র সাদিক আব্দুল্লাহ। প্রথম দিনেই মেয়র রিক্সাযোগে নগর ভবনে এসে তাক লাগিয়ে দিয়েছেন গোটা নগরবাসীকে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার দুই সহোদর সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ ও সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে কর্পোরেশনে দায়িত্বভার গ্রহণ করতে নগর ভবনে পা রাখেন। এ সময় মেয়র সাদিককে কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দিয়ে ভবনের নিচতলা থেকে দ্বিতীয় তলার মেয়রের কক্ষে নিয়ে যান। সাদিক আব্দুল্লাহ মেয়রের নির্ধারিত চেয়ারে আসন গ্রহণ করার পর মেয়র ও সকল কাউন্সিলদের আগামী পথগুলো সুন্দরভাবে চলার জন্য দোয়া-মোনাজাত করা হয়। পরে দায়িত্বভার গ্রহণ করার জন্য সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেনের নিয়ে আসা ফাইলে স্বাক্ষর করেন সাদিক আব্দুল্লাহ। এর পরপরই নতুন মেয়রকে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রামচন্দ্র দাস, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম বিপিএম-পিপিএম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন, নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুব উদ্দিন বীর বিক্রম, কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ নবনির্বাচিত কাউন্সিলরাও মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান। অপরদিকে সিটি কর্পোরেশন চত্বরে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্য এক সংবর্ধনার আয়োজন করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র ব্যাটবল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
×